উচ্চমাধ্যমিকে কত পেলেন ‘মিঠাই’-এর পিংকি জি? নম্বরের বহর দেখলে চমকে যাবেন

সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এতোদিন পর্যন্ত রেজাল্ট নিয়ে বেজায় চিন্তিত ছিলেন পরীক্ষার্থীরা। আর সেই তালিকাতে রয়েছে বহু টেলিভিশন তারকাও। সেরকমই এক অভিনেত্রী হলেন অনন্যা গুহ। যাকে আমরা একাধিক ধারাবাহিকে দেখেছি। যে তালিকায় রয়েছে ‘কৃষ্ণকলি’, ‘মিঠাই’ প্রভৃতি।
পর্দা যতই বড়ো বয়সী চরিত্রে অভিনয় করুন না কেন, তিনি আসলে ছিলেন এ বছরের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তাই সকলের মনে প্রশ্ন ছিল কেমন রেজাল্ট করেছেন এই অভিনেত্রী? সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের রেজাল্ট সম্পর্কে জানিয়েছেন অনন্যা। অভিনেত্রী বলেন, ‘খুব একটা খারাপ রেজাল্ট করিনি ৭৫ শতাংশ হয়েছে।’
শিয়ালদহের লরেটো স্কুলের ছাত্রী ছিলেন অনন্যা। একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেছেন ভূগোল, বাংলা, ইংরেজি, সমাজবিদ্যা ও কম্পিউটার নিয়ে। শ্যুটিংয়ের ফাঁকেই পড়াশোনা করতেন এই অভিনেত্রী। তবে তিনি জানতেন তার রেজাল্ট ভালো হবে তাই তো পরীক্ষার আগে বা পরে কোনোরকম দুশ্চিন্তা করেননি তিনি।
অভিনেত্রীর মতো তিনি আগামীদিনে মিডিয়া সাইন্স নিয়ে পড়াশোনা করতে চান। অন্যদিকে তার ফলাফলের পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার বহুল চর্চিত প্রেমিক সুকান্ত গুহ। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয় তাদের রিল ভিডিও। যা দেখে সকলে মনে করছেন এই দু’জনের মধ্যে সম্পর্ক রয়েছে।