ঐশ্বর্যর সৌন্দর্য্যের আসল রহস্য ফাঁস, জানেন কিভাবে যৌবন ধরে রেখেছেন রাই সুন্দরী
“ঐশ্বর্য রাই বচ্চন” নামটির সাথে জড়িয়ে রয়েছে বিশ্বসুন্দরী তকমা। বিশ্বসুন্দরী সাথে সাথে একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। তাঁর সৌন্দর্যে মাতোয়ারা সারা দুনিয়া। ৪০-র গণ্ডি পেরোলেও তিনি পেছনে ফেলে দিতে পারেন অনেক অভিনেত্রীকে। সৌন্দর্যের নিরিখে বিশ্বসুন্দরীর তকমা তার জন্য এখনো প্রযোজ্য। কিন্তু কীভাবে তিনি এত বছর বয়সেও ধরে রেখেছেন তার সৌন্দর্যতা! বয়স যেন আটকে রেখেছেন সেই কুড়িতেই। যার জন্য তিনি অবলম্বন করেন বেশ কিছু পন্থা। চলুন তবে আজ জেনে নিই ঐশ্বর্যের ত্বক পরিচর্যার কিছু গোপন তথ্য।
বাজার চলতি প্রসাধনী আমাদের সাময়িক সৌন্দর্য দিলেও এটি আমাদের ত্বককে বিপদের মুখে ফেলতে পারে। তাই অভিনেত্রী কেমিক্যাল জাতীয় প্রসাধনীর বদলে ঘরোয়া টোটকার ওপর বেশি নির্ভর করেন। ঐশ্বর্যের ত্বক থেকে চুল সবকিছু যেন তুলি দিয়ে আঁকা। কিন্তু এর পেছনে তাকে দিতে হয় বেশ খানিকটা সময়। চলুন তবে জেনে নিই অভিনেত্রী কিভাবে করেন তার ত্বকের পরিচর্যা।
ঘরোয়া টোটকা হিসেবে তিনি ভেষজ উপাদান ব্যবহার করেন। দই, হলুদ, শসা, মধুর মতো বিভিন্ন উপাদান তিনি তার ত্বকে ব্যবহার করেন। ত্বক পরিচর্যার পাশাপাশি তিনি শরীরচর্চাতেও বেশ খানিকটা সময় দেন। শরীরচর্চা হিসেবে যোগাকেই বেছে নিয়েছেন এই অভিনেত্রী। তবে মাঝেমধ্যে হাঁটাতে ও দৌড়াতেও যান অভিনেত্রী।
ত্বকও শরীর চর্চার পাশাপাশি খাবারও বেশ কিছুটা নিয়ন্ত্রণে রাখেন মিস ওয়ার্ল্ড। সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস ঈষৎ উষ্ণ জলে খান লেবুর রস। তার সাথে প্রাতরাশে খান ভারী কিছু খাবার। আর দুপুরে ডাল, সবজি, রুটি অথবা সেদ্ধ সবজি খান। রাতের খাবার তিনি একদম হালকা কিছু পছন্দ করেন। ডিনারে থাকে সেদ্ধ সবজি অথবা স্যালাড। কম ফ্যাটযুক্ত খাবার খান অভিনেত্রী। ফলের জুস ও মাছ-মাংস গ্রিল করে খান তিনি। সৌন্দর্য্যতাকে ধরে রাখতে অভিনেত্রী মেনে চলে এই কঠোর রুটিন।