Arpan Ghosal: নিজের দুর্বলতা ফাঁস করলেন ‘মেয়েবেলা’র ডোডো দা!

Advertisement

Arpan Ghosal: খুব কম সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন তিনি। এমনকি বর্তমানে তিনি মহিলা অনুরাগীদের ‘ক্রাশ’ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া খুললেই শুধু যেন তার ছবি ঘোরাফেরা করছে। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি ‘মেয়েবেলা’ ধারাবাহিকের অভিনেতা অর্পণ ঘোষালের সম্পর্কে।

Advertisements

তাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন হাজারো মহিলা অনুরাগী। ধারাবাহিকে ডোডোর চরিত্রে অভিনয় করে এই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। তবে এই বিষয়টিকে কোন চোখে দেখছেন অভিনেতা? সম্প্রতি একটি সংবাদমাধ্যমের কাছে সেই বিষয়ে জানিয়েছেন। অভিনেতার মতে, এই জনপ্রিয়তা যে ক্ষণস্থায়ী তা তিনি ভালোমতোই জানেন। এছাড়া তিনি যে ‘ক্রাশ’ হয়ে উঠেছেন তাও বেশিদিনের জন্য থাকবেন না।

Advertisements

 

Bangla Serial : আসল খলনায়ক তো সূর্য! বার বার মিশকার ফাঁদে পড়ায় রেগে আগুন নেটিজেনরা

তবে দর্শক যে তার কাজ পছন্দ করছেন এই বিষয়টিকে তিনি প্রাপ্তি হিসেবে মনে করেন। কাজে পুরোপুরি মন দেওয়াই তার জীবনের মূল লক্ষ্য। নাটক ও থিয়েটারের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। বর্তমানে ধারাবাহিকে অভিনয় করছেন। তবে নবাগত হলেও কাজের প্রতি কখনোই আপোষ করতে চান না এই অভিনেতা।অন্যদিকে জানিয়েছেন ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন তিনি।

তবে এই বিষয়টি নিয়ে খুব একটা মাতামাতি করতে দেখা যায়নি তাকে। কারণ, অভিনেতা জানিয়েছেন এসব বিষয়গুলো সামনে এলে অপর মানুষটির প্রতি অনেক চাপ তৈরি হয়। অন্যদিকে বাস্তব জীবনে এই অভিনেতার স্বভাব কেমন? সেই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘আমি সাধারণত চুপচাপ থাকতে পছন্দ করি। আমার জীবনটা ভীষণই বোরিং।’

Related Articles