Arpan Ghosal: চুপিসারে বিয়ে সারলেন ‘মেয়েবেলা’র ডোডোদা! ফাঁস হল অর্পণের বিয়ের ছবি

Arpan Ghosal: ‘মেয়েবেলা’-র ডোডোর যুগল ছবি দেখে হার্ট ব্রেক ডোডো ভক্তদের। স্টার জলসায় শুরু হওয়া নতুন ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ধারাবাহিক হলো “মেয়েবেলা” (Meyebela)। যে ধারাবাহিকের গল্প ইতিমধ্যে দর্শকদের মনে বেশ জায়গা করে নিয়েছে। নেই কোনো পরকীয়া বা কুটকচালী। এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মেয়েদের জীবনের লড়াইকেই তুলে ধরা হয়েছে এই গল্পে।তবে এই গল্পে যে নায়ককে দেখা যাচ্ছে অর্থাৎ ডোডো তিনি হলেন স্টার জলসার নবাগত নায়কদের মধ্যে একজন। এই নায়কের আসল নাম অর্পণ ঘোষাল (Arpan Ghosal)।
নির্ঝর ওরফে ডোডোর চরিত্রে অভিনয় করছেন “মেয়েবেলা” (Meyebela)-তে।জানা গেছে, বঙ্গ তন্বীদের ক্রাশ হয়ে উঠেছেন এই ডোডো। তাঁকে নিয়ে নানা রকম পাগলামি করছে তাঁর মহিলা ভক্তমহল। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি পোস্ট করে অর্পণ ইজ মাই ক্রাশ বলেও মন্তব্য করছেন তাঁর মহিলা ফ্যানেরা। তবে নেটদুনিয়ায় এক খবর প্রকাশ্যে এসেছে অর্পণ ঘোষাল (Arpan Ghosal)-এর। যা দেখে হার্ট ব্রেক হয়েছে অর্পণের মহিলা ভক্তদের।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghosal)-কে নিয়ে যখন তাঁর মহিলা ফ্যানেরা পাগলামি করতে ব্যস্ত ঠিক তখনই ওই অভিনেতার এক ভক্ত এক ছবি পোস্ট করেন নেটদুনিয়ায়। যেখানে অর্পণকে ছাদনা তলায় বিবাহ করতে দেখা গেছে। তার সাথে রয়েছে তার স্ত্রীও। এই ছবি পোস্ট করে ক্যাপশনে ওই ভক্ত লেখেন, অর্পণ দা এবং তাঁর স্ত্রী দেবারতি (Debarati)। তাই বঙ্গ তন্বীরা ক্রাশ খাওয়া বন্ধ করো। আর এই ছবি দেখেই মনে মেঘ জমেছে হাজারো অর্পণ মহিলা ফ্যানেদের।
এই খবর শুনে অর্পণের প্রতি যে তার ভক্ত সংখ্যা কমে গিয়েছে বা কমে যাবে তা কিন্তু নয়। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অর্পণ (Arpan)। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, অনেকেই হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে তাঁকে ভালো নয় বলবেন। কিন্তু তিনি বলেছেন তিনি কিন্তু সামনে আছেন। আর এই ছবিতে যে অভিনেতার ভক্তদের রিয়াক্ট পাওয়া যায়নি তা কিন্তু নয়। উপচে পড়া মন্তব্য দেখা গিয়েছে এই ছবির কমেন্ট বক্সে।