Anurager Chhowa: মান-অভিমানের পালা শেষ, নতুন বছরে রোমান্সে মাতলো সূর্য-দীপা! দেখে রেগে আগুন মিশকা

Advertisement

Anurager Chhowa: হিংসা করে দীপাকে টেক্কা দিতে গিয়ে নিজেই মঞ্চের ওপর কুপোকাত মিশকা! যা দেখার পর বেজায় খুশি দর্শকেরা। বাংলা ইন্ডাস্ট্রিতে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি সকলের পরিচিত। যেখানে একের পর এক চমক আসছে দর্শকদের জন্য। চলতি সপ্তাহেও এই ধারাবাহিকটি টিআরপির দিক দিয়ে শীর্ষস্থান দখল করেছে। যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন দীর্ঘ সময় কেটে গেলেও সূর্য ও দীপার ভুল বোঝাবুঝি মেটেনি।

Advertisements

এতে একপ্রকার বিরক্ত হয়ে গিয়েছেন দর্শকেরা। ফলস্বরূপ সোনা-রুপার দুষ্টুমিষ্টি খুনসুটি দিয়েই মন ভরাতে হচ্ছে দর্শকদের। সম্প্রতি এবার একটি পর্বতে দেখা দিয়েছে নববর্ষের জন্য সূর্য সবার জন্য পোশাক নিয়ে এসেছে। কিন্তু শুধুমাত্র দীপার জন্য কিছু আনেনি। তাকে প্রশ্ন করলে পরে সে বলে দীপার জন্য সারপ্রাইজ রয়েছে। যা শোনার পর দীপাও চিন্তায় পড়ে যায়।

Advertisements

 

Anurager Chhowa : বেল্ট দিয়ে চাপকে মিশকাকে উচিত শিক্ষা দিলো দীপা, খুশিতে ডগমগ ‘অনুরাগের ছোঁয়া’র দর্শকরা

এরই মধ্যে সে আবার গোটা সেনগুপ্তবাড়ি সাজিয়ে তোলে। এটাই নাকি তার নববর্ষের উপহার। এরপর সকলে মিলে উপস্থিত হয় অনুষ্ঠানে। কিন্তু দীপা সেনগুপ্ত পরিবারের সাথে বসায় তাকে কথা শোনায় সূর্য। এরপর সে পেছনে গিয়ে বসে। যদিও সোনা জোর করার জন্য দীপা, সূর্য ও সোনা-রুপা একসাথেই বসে। যা দেখার পর হিংসায় জ্বলে ওঠে মিশকা। অনুষ্ঠানে দীপা আর তার ননদরা মিলে ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ গানে নাচতে থাকে।

যা দেখার পর মিশকা আরো রেগে যায়। সে বলতে শুরু করে দীপাকে কিছুতেই স্পটলাইট কেড়ে নিতে দেবে না। তাইতো কোমর বেঁধে নাচতে নেমে পড়ে সে। প্রথমদিকে ভালো নাচলেও শেষের দিকে তাল হারিয়ে স্টেজের মধ্যেই পড়ে যায়। আর এই এপিসোডটি দর্শকদের যে বেজায় পছন্দ হয়েছে তা বোঝা গিয়েছে সোশ্যাল মিডিয়া পোষ্টের কমেন্ট দেখেই। যদিও সকলে অপেক্ষা করছেন দীপা ও সূর্যের মিল হওয়ার জন্য।

Related Articles