Amitabh Bachchan: বুড্ঢা হোগা তেরা বাপ! অমিতাভ বচ্চনের বুড়ো হাড়ের ভেলকি দেখে ‘থ’ নেটিজেনরা!
আশিক কোঠায় পৌঁছেও এখনো বলিউডের যেকোন অ্যাকশন হিরোকে বলে বলে মাত দেওয়ার ক্ষমতা রাখেন এই অভিনেতা। একসময় “শোলে”, “অগ্নিপথ”, “দ্য গ্রেট গ্যমবলিয়ার”, “দিওয়ার”, “ডন”, “জাঞ্জীর”, “রোটি কাপড়া মাকান” এর মত একাধিক action-packed মুভিতে অ্যাকশন হিরোর ভূমিকায় অভিনয় করলেও আজও সেই সব সিকোয়েন্সে তিনি অমলিন। জীবনের শেষ প্রান্তে এসেও অ্যাকশান হিরো হিসেবে তিনি রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে।
হ্যাঁ কথা হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে। সম্প্রতি তার আসন্ন একটি প্রজেক্ট এর সিকোয়েন্স নিজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দর্শকদের মন জিতে নিলেন বছর আশির এই অভিনেতা। বুধবার রাতে অভিনেতার শেয়ার করা এই দুটি একশন সিকোয়েন্সে ব্যাট হাতে পায়ের জোরে কাচের দেওয়াল ভাঙতে দেখা যাচ্ছে বিগ বিকে। 80 বছর বয়সে এসেও কাঁচের দেওয়াল নিমেষেই গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বলাবাহুল্য, এই ছবি নেট দুনিয়ার আনাচে-কানাচে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয় নি।
এদিন অভিনেতার পোষ্টের ক্যাপশন ছিল, “53 বছর পর আশি বছর বয়সে এসেও কিছু জিনিস পাল্টায় না…একশন।” বলাবাহুল্য দাদুকে অন action-packed অবতারে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি নাতনি নভ্য নভেলি নন্দা। কমেন্টবক্সে হাত জোড় করা ইমোজি পাঠিয়ে নিজের অ্যামিউজমেন্ট প্রকাশ করেছেন তিনিতে অন্যদিকে মেয়ে স্বেতা নন্দাও প্রিয় ড্যাডির ছবি কমেন্ট করতে ভোলেননি।
প্রসঙ্গত গতকাল মুক্তি পেয়েছে নাগপুরবাসি ফুটবল কোচ বিজয় বারোশের এর জীবনীর উপর তৈরি বিগ বি এর আপকামিং মুভি “ঝুন্ড”এর ট্রেইলার। মারাঠি পরিচালক নাগরাজ মঞ্জুল পরিচালিত এই ছবিতে বস্তিবাসী ছেলেদের নিয়ে ফুটবল টিম তৈরি করার গল্প নিয়ে গঠিত হয়েছে ছবির প্লট। আপলোড হতেই তিন মিনিট এক সেকেন্ডের এই ট্রেলার আগুনের মত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার আনাচে-কানাচে।