বিনোদন

ইচ্ছে করে শ্যুটিংয়ের সময় বদল, লুকিয়ে রেখার সঙ্গে বন্ধুর ফাঁকা বাড়িতে যেতেন অমিতাভ বচ্চন!

একসময় রেখার সাথে লুকিয়ে দেখা করতেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন! এমনকি জয়া বচ্চনকে বিয়ে করার পরেই এমনটা করতেন তিনি। যা জানার পর ভেঙে পড়েছিলেন স্ত্রী জয়া। বলিউড ইন্ডাস্ট্রিতে যতগুলি প্রেমের কাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম হলো অমিতাভ ও রেখার প্রেমকাহিনী। যদিও তাদের গল্প পূর্ণতা পায়নি তবে সেটি আজও সকলের মুখে মুখে ঘোরে।

একসাথে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তারা। শ্যুটিং করতে করতেই একে অপরের সাথে ঘনিষ্ঠতা তৈরি হয় এই দুই তারকার। ‘দো আনজানে’ সিনেমার শ্যুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়ে যান তারা। যদিও প্রথমদিকে এই কথা কাউকেই জানতে দেননি, তবে পরে তা প্রকাশ্যে চলে আসে। আসলে একটি সিনেমার সেটে রেখার সাথে দুর্ব্যবহার করেছিলেন এক অভিনেতা।

যা মোটেই সহ্য করতে পারেনি অমিতাভ। তাইতো তিনি প্রতিবাদও করেছিলেন। এরপরই তাদের পরকীয়ার কথা ছড়িয়ে যায় বলিউডে। এমনকি সবার নজর এড়িয়ে লুকিয়ে দেখা করতেন তারা। শুধু তাই নয় অমিতাভের সাথে দেখা করার জন্য নিজের শ্যুটিংয়ের সময় বদলে ফেলেছিলেন রেখা। এই বিষয়ে রঞ্জিত জানিয়েছিলেন তার পরিচালিত সিনেমা ‘কারনামা’তে রেখার অভিনয় করার কথা ছিল।

কিন্তু রেখা সকালে শ্যুটিং করতে চাইতেন। আসলে অমিতাভের সাথে দেখা করার জন্য সন্ধ্যেটা তিনি ফাঁকা রাখতেন। তাইতো রেখা রঞ্জিতকে ফোন করে শ্যুটিং সকালে রাখার অনুরোধও জানিয়েছিলেন। তবে সেটা সম্ভব না হওয়ায় সিনেমাটিই ছেড়ে দেন তিনি। পরে রেখা ও অমিতাভের খবর প্রকাশ্যে এলে ভেঙে পড়েছিলেন জয়া। তবে শেষমেশ এই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেতা।