Dadagiri: ক্যানসারকে হারিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে অসাধারন নৃত্য প্রদর্শন ঐন্দ্রিলা শর্মার, মুগ্ধ সৌরভ গাঙ্গুলি সহ সকল দর্শকগণ

আর কিছুদিন তারপরেই শেষ হয়ে যাবে সকলের প্রিয় রিয়েলিটি শো দাদাগিরি সিজন 9। ইতিমধ্যে সামনে চলে এসেছে দাদাগিরি গ্র্যান্ড ফিনালের প্রোমো। প্রোমোতে চাঁদের হাট বসতে দেখে যতটা খুশি হয়েছেন দর্শকরা ততটাই মন ভারাক্রান্ত হয়ে উঠেছে অনুরাগীদের কারণ 5জুনই যে এই সিজনের বিদায়বেলা। তবে এত কিছুর মধ্যেও একটি মন মাতানো এপিসোডের সাক্ষী রইলেন দর্শকমহল। আগের সপ্তাহেই অর্থাৎ 28 মে মহারাজা সাথে খেলতে উপস্থিত হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা তার মন ভোলানো পারফরম্যান্স আর লড়াইয়ের গল্পে এদিন চোখ ভিজলো সকলের।
ঐন্দ্রিলা শর্মা টেলিভিশন জগতের এখন অতি পরিচিত নাম এটি। যিনি মাত্র চব্বিশ বছর বয়সেই মৃত্যু নামক শব্দকে কাছ থেকে উপলব্ধ করেছেন। এইটুকু বয়সেই দু-দুইবার মারণরোগে আক্রান্ত হয়ে লড়াই করে ফিরেছেন জীবনের মূল স্রোতে হয়ে উঠেছেন জীবন জয়ী। প্রথমবার দাদাগিরি মঞ্চে এসে জীবনযুদ্ধের সেই গল্পই ভাগ করে নিলেন অভিনেত্রী।
তবে এখানেই শেষ নয় দাদাগিরি মঞ্চে দাঁড়িয়ে এদিন গানের তালে পা মেলালেন ঐন্দ্রিলা। দাদা সৌরভ গাঙ্গুলির সঙ্গে নাচ করার পর একটি সোলো পারফরম্যান্সও করেন তিনি। Asatoma sadgamaya গানের তালে ঐন্দ্রিলার সেই অসাধারণ নৃত্য প্রদর্শন বাঙালির হৃদয়কে আবেগপ্রবণ করে তুলেছে। সঞ্চালকের মঞ্চে দাঁড়িয়ে ঐন্দ্রিলার নাচ দেখে যেন ভাষা হারিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং।
অভিনয়ের পাশাপাশি নাচেও যে সে অত্যন্ত পটু একথা তার সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা ভালোই জানেন। কিন্তু প্যান্ট শার্ট ব্লেজারেও যে এত সুন্দর বাংলা গানে নৃত্য প্রদর্শন করা যায় তা হয়তো দাদাগিরির মঞ্চে তাকে না দেখলে বোঝা যেত না। অসাধারণ নৃত্য শৈলী ও এক্সপ্রেশন সকলের মনের মাঝে জায়গা করে নিয়েছেন ঐন্দ্রিলা।