বিনোদনভাইরাল ভিডিও

‘বাবা তুলে ইয়ার্কি একদম সহ্য করবো না’, অমিতাভ বচ্চনকে নিয়ে রসিকতা করায় শো ছেড়ে চলে গেলেন অভিষেক বচ্চন

নিজেকে নিয়ে সমালোচনা পর্যন্ত শান্ত থাকলেও বাবাকে নিয়ে ঠাট্টা শুরু হতেই রেগে আগুন হলেন অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন (Abhishek Bachchan), জন্মসূত্রেই বচ্চন পরিবারের ঐতিহ্য রয়েছে তার সঙ্গে। তবে বাবা সুপারহিট হয়েও ছেলে হিট না ফ্লপ এই নিয়ে বারবার সমালোচিত হয়েছেন তিনি। না বলে ছবি থেকে বাদ দেওয়া থেকে অনেককিছুই সহ‍্য করতে হয়েছে জুনিয়র বচ্চনকে। তাসত্ত্বেও সেভাবে রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাতে যায়নি তাকে বরং ইন্ড্রাস্ট্রির শান্ত মানুষ বলেই বিবেচিত এই অভিনেতা।

তবে এবার সেই রাগের বাঁধ ভাঙলো। নিজেকে নিয়ে সমালোচনা পর্যন্ত শান্ত থাকলেও বাবাকে নিয়ে ঠাট্টা শুরু হতেই রেগে আগুন হলেন অভিনেতা। বিগ বি ও তার পুত্র জুনিয়ার বচ্চনের সম্পর্ক ঠিক বাবা পুত্রের নয়, তারা বরং বেস্ট ফ্রেন্ড, বারবার বহু কথায় তা স্বীকার করেছেন তারা। সেই বেস্ট ফ্রেন্ড তথা বাবাকে নিয়ে প্রকাশ‍্যে ঠাট্টা করতেই মুখের ওপর জবাব দিলেন ছেলে।

সম্প্রতি অভিষেক রীতেশ দেশমুখ, কুশা কপিলা, বরুণ শর্মার শো “কেস তো বানতা হ‍্যায়”(Case toh Banta Hai)তে উপস্থিত হয়েছিলেন। সেখানেই মজার ছলে কমেডিয়ান পরিতোষ ত্রিপাঠি(Paritosh Tripathi) বিগ কে নিয়ে একটি জোক্স বলেন যা শোনা মাত্রই নিজের মেজাজ হারান অভিষেক। এমনকী মাঝপথে শো থেকে বেরিয়েও যান অভিনেতা।

জানা গেছে তার জোকস শোনা মাত্রই শোয়ের নির্মাতাদের ডেকে পাঠান তিনি। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ করতে বলেন। অভিষেককে বলতে শোনা যায়-” এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিজের বিষয়ে সব কিছু শুনতে রাজি কিন্তু মা বাবাকে এই বিষয়ে টানা উচিত নয়। বাবাকে নিয়ে একটু সেনসিটিভ হয়ে যায়।”

এমন প্রতিক্রিয়া দেখে শোয়ের নির্মাতা ও সম্পূর্ণ টিম তাকে ঠান্ডা করার চেষ্টা করেন যদিও সবকিছুই ব্যর্থ হয়। পরিতোষকে ধমক দিয়ে অমিতাভ পুত্র বলেন “একটু সম্মান করা উচিত কমেডির গণ্ডিতে থেকে এতটাও করা উচিত নয়। আমরা আজকাল একটু বেশি বয়ে যায়।” এরপরেই শুটিংয়ের সেট ছেড়ে বেরিয়ে যান বিগবি পুত্র।