ভাইরাল ভিডিওঅফবিট

বুলেটে বসে ট্রেন্ডিং গানে নাচতে গিয়ে উচিত শিক্ষা পেল যুবতী, মুহূর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া খুললেই এখন কয়েকশো ভিডিও প্রতিদিন দেখা যায় কেউ ভাইরাল হন কেউ বা আবার নজরে আসেন না। কিন্তু এই ভাইরাল হওয়ার যুগে নিজেকে জনপ্রিয় করে তুলতে কেউ পিছপা হন না। প্রতিদিনের ভাইরালের তালিকায় যেমন বিভিন্ন প্রতিভার সম্ভার দেখা যায় তেমনি আবার কেউ ভাইরাল হতে গিয়ে এমন কান্ড করে বসেন তাতে হাসির খোরাকে পরিণত হন।

সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে এবার। বর্তমানে ইন্টারনেট পুরোটাই ভোজপুরী “পাতলি কামারিয়া” গানে আছন্ন। হেন কেউ নেই যে এই গান শোনেননি বা এই গানে কোমর দোলালনি। আর এই ট্রেন্ডিং গানের তালে শর্টস বানাতে গিয়ে উল্টে আরেক বিপত্তি ঘটিয়েছেন ওই যুবতী। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে একটি মেয়ের ভিডিও ব্যাপক হরে ভাইরাল হচ্ছে যা দেখে রীতিমতো হেসেই খুন হচ্ছে দর্শকরা।

ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে বুলেটের উপর বসে আছে এবং দেখা যাচ্ছে ওই বুলেটের পেট্রোল ট্যাংকের ঢাকনা খোলা অবস্থায় রয়েছে। সেই সময় নিয়ে ভিডিও বানিয়েছেন তিনি। যেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে পাতলি কামারিয়া। আসলে গানের তালে মজা করে বাইকে বসে বসে নাচতে শুরু করেছিল সে। কিন্তু তাতেই ঘটে যাই আরেক কান্ড।

গাড়ির ভারসাম্য বজায় রাখতে না পেরে বাইক নিয়ে পড়ে যায় সে ফলত রাস্তা জুড়ে বয়ে যেতে থাকে বুলেটে ভরে রাখা পেট্রোল। বলাবাহুল‍্য ভিডিওটি সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে ট্রোলিং, মজা। কমেন্টের চোখ রাখলে দেখা যাবে সেসব মজাদার কমেন্ট। রইল সেই ভিডিও।