যেমন লুকস তেমন ফিচারস, ৪০০ কিমি রেঞ্জ সহ Creta-র ইলেকট্রিক ভার্সন আনছে Hyundai

এবার হুন্ডাই আনতে চলেছে Creta-র ইলেকট্রিক ভার্সন, যা সম্পূর্ণ চার্জে প্রদান করবে ৪০০ কিলোমিটার রেঞ্জ। বর্তমানে টু হুইলার, ফোর হুইলার গাড়ির মার্কেটে রমরমিয়ে চলছে বিভিন্ন মডেলের ইলেকট্রিক ভার্সন। তবে এবার SUV মডেল Creta-র ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে হুন্ডাই (Hyundai)। এই মডেলটির সাংকেতিক নাম দেওয়া হয়েছে SU2i EV। সাম্প্রতিক প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই খবর। ইতিমধ্যেই গাড়িটির ছবি প্রকাশ্যে এসেছে। খবর রয়েছে চিন, আমেরিকার পর তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজার হিসেবে ভারতকে টার্গেট করছে হুন্ডাই।
বছর প্রতি ২৫,০০০ ইউনিট Creta EV উৎপাদনের লক্ষ্যে অগ্রসর হয়েছে হন্ডাই। জানা গিয়েছে ২০২৪-এর শেষের দিকেই এক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হবে। শোনা যাচ্ছে, ভারতবর্ষে এই হুন্ডাই কোম্পানি টপ টাউন প্রথা মেনে গাড়ি আনবে। বিভিন্ন প্রাইমারি মডেল থেকে শুরু করে সস্তার গাড়ি ভারতবর্ষে আনবে এই সংস্থা। তবে এর পাশাপাশি ক্রেটার এই ইলেকট্রিক ভার্সন দেখে ধারণা হয়েছে হুন্ডাই এবং Kia তাদের বিদ্যমান মডেলগুলিরও ইলেকট্রিক ভার্সন নিয়ে আসবে। সাথে এই ক্রেটা বৈদ্যুতিক গাড়ির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসতে পারে Seltos গাড়িটিও।
তবে জানা যাচ্ছে SUV মডেল ক্রেটার এই ইলেকট্রিক ভার্সন টক্কর নেবে MG ZS EV-এর সাথে। Maruti YY8 SUV-এর প্রতিযোগিতা চলবে এই গাড়ির। এছাড়াও, ২০২৫ এর মধ্যে ২০ লাখের কাছাকাছি মূল্যে বাজারে লঞ্চ করবে Tata Motors, Mahindra, MG, Renault-Nissan-এর ইলেকট্রিক গাড়ি। তবে উপরে উল্লেখিত সংস্থাগুলি তাদের কোন মডেল বৈদ্যুতিক ভার্সনে আনবে তা সেই সময়ই জানা যাবে। তবে চলুন আসন্ন এই ক্রেটা ইলেকট্রিক ভার্সন মডেলটির স্পেসিফিকেশন, ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক।
জানা যাচ্ছে ক্রেটার এই বৈদ্যুতিক ভার্সন ডিজাইনের দিক থেকে আইসি ভার্সনের অনুরূপ। তবে লঞ্চের সময় এর বদল ঘটতেও পারে। অন্যদিকে ব্যাটারি সম্পর্কে অনুমান করা যাচ্ছে, এই গাড়ির ব্যাটারি নেওয়া হতে পারে Kona EV-এর থেকে। এর পাশাপাশি দেওয়া হতে পারে ১০০ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা থেকে সর্বোচ্চ ১৩৬ এইচপি শক্তি এবং ৩৯৫ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে Kona EV-র ব্যাটারি দেওয়া হলে সেই ব্যাটারিতে একবার চার্জে রেঞ্জ প্রদান করবে প্রায় ৪০০ কিলোমিটার।