200MP ক্যামেরা সহ লঞ্চ হতে চলেছে Realme 11 Pro+, পাবেন আকর্ষণীয় ফিচারস

প্রকাশ্যে এলো Realme 11 Pro+-এর লাইভ ছবি, যার ডিজাইন সহ ফিচার্স রয়েছে দুর্দান্ত। দুর্দান্ত খবর Realme স্মার্টফোন লাভারদের। একসাথে 11 সিরিজের তিনটি মডেল লঞ্চ করতে চলেছে Realme। আগামী 10ই মে লঞ্চ হতে চলেছে 11 সিরিজের এই তিনটি মডেল – Realme 11, Realme 11 Pro এবং Realme 11 Pro+। তবে ইতিমধ্যে অনলাইনে প্রকাশ্যে এসেছে Realme 11 pro+-এর লাইভ ছবি। যেখানে এই ফোনের ডিজাইন সহ আর অন্যান্য তথ্য প্রদর্শিত হয়েছে। চলুন সেই সম্পর্কেই জেনে নেওয়া যাক।
বর্তমানে প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করে। তবে কেউ ক্যামেরা কোয়ালিটি দেখে স্মার্টফোন কেনে তো কেউ অন্যান্য ফিচার্স। তবে রিয়েলমির এই নতুন 11 সিরিজের টপ-এন্ড মডেলে রয়েছে দুর্দান্ত ফিচার্স। সাথে এই ডিভাইসের ডিজাইনও রয়েছে দারুন। রিয়েলমির এই নয়া ডিভাইসের ব্যাক প্যানেলে রয়েছে একটি বড় গোল ক্যামেরা। এই বৃত্তাকার ক্যামেরা মডেলটি সোনালী রঙের ধাতব রিং দ্বারা বেষ্টিত। এছাড়াও এই ব্যাক প্যানেলটি ফেক লেদার দ্বারা নির্মিত বলে মনে করা হচ্ছে।
এর পাশাপাশি এই পিছনের প্যানেলটিতে মাঝবরাবর উলম্বভাবে সোনালী এবং রুপোলি রঙের আভা যুক্ত একটি স্ট্রিপও দেখা গিয়েছে। যদি সামনের কথা বলি তাহলে রিয়েলমির এই নয়া ডিভাইসের সামনের দিকে গোলাকার কোণ এবং একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল কাটআউট রয়েছে। প্রসঙ্গত, টিপস্টার ইভান ব্লাস রিয়েলমি 11 প্রো প্লাস-এর লাইভ ছবি টুইটারে শেয়ার করেছে। আর এই লাইভ ছবি এবং এমনি যেসব ছবি প্রকাশ্যে এসেছে তার সাথে পুরোটাই সামঞ্জস্যপূর্ণ।
তবে অন্যদিকে এক রিপোর্ট মাধ্যমে জানা গিয়েছে রিয়েলমির ইলেভেন সিরিজের এই টপ-এন্ড ডিভাইসের ফিচার্স সম্পর্কে। ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে জানা গেছে, Realme 11 Pro+-এ রয়েছে ট্রিপল camera সেটআপ। যার মধ্যে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্যদিকে ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে 4500 mah-এর। যা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ডিসপ্লে সম্পর্কে জানা গিয়েছে Realme 11 Pro+ মডেলটির ডিসপ্লে রয়েছে বড় ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। যা অফার করবে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট দ্বারা চালিত হবে।