টেক নিউজনিউজ

সেটটপ বক্স ছাড়াই দেখতে পাবেন সমস্ত TV চ্যানেল, দুর্দান্ত প্ল্যান নিয়ে এল BSNL

সেট টপ বক্স এখন ঘরে ঘরে। বেশ কয়েক বছর আগেই জারি হয়েছিল টিভির সাথে সেট টপ বক্সের। স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ডিশ ক‍্যাবল গ্রাহকদের এনালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল সেট টপ বক্স স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেটটপ বক্সের মার্কেটে আসর জমাতে চলেছে BSNL তবে চিরাচরিত সেটটপ বক্স অবশ্য নয় বিএসএনএল শুরু করেছে ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (IPTV).

এই পরিষেবার মাধ্যমে তারা সেট টপ বক্সের মার্কেটে অর্থাৎ বিভিন্ন চ্যানেলের সম্প্রচারের মাধ্যম হয়ে উঠতে চলেছে। মনে করা হচ্ছে এবার বিভিন্ন বড়ো সংস্থাকেও প্রতিযোগিতায় ফেলতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা।এই বছর নিজের জমি ছাড়তে যেন নারাজ BSNL. বিভিন্ন জনপ্রিয় টেলিকম সংস্থা যেমন জিও ভোডাফোনকে চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক নতুন নতুন দুর্দান্ত সব প্ল্যান নিয়ে হাজির হচ্ছে BSNL.

তবে সেটটপ বক্সের জামানায় নিজের আরো জনপ্রিয় করে তুলতে চলতি বছর কোনো খামতি রাখছে না BSNL বিএসএনএল এই IPTV পরিষেবা দেওয়ার জন্য সিটি অনলাইন মিডিয়ার সাথে যোগ দিয়েছে। যেখানে 1000 এরও বেশি TV চ‍্যানেল অফাল করে সংস্থাটি। ইতিমধ্যে জানা গেছে ব্রডব্যান্ড পরিষেবার মাধ্যমে IPTV পরিষেবা দেবে BSNL. ‘উলকা’ নামের টিভি অধীনে এই সুবিধা মিলবে।

তবে IPTV নেওয়ার জন্য ব্রডব্যান্ড এর সংযোগ থাকতে হবে। যদি আপনি BSNL ব্রডব্যান্ড গ্রাহক হন তাহলে আলাদা করে কানেকশন নিতে হবে না। আপাতত অন্ধপ্রদেশে এই পরিষেবা শুরু হয়েছে তবে আগামীতে সারা দেশে এই পরিষেবা পাওয়া যাবে।