লাইসেন্স, রেজিস্ট্রেশন কিছুই লাগবে না, ৬০ হাজার টাকারও কমে বিন্দাসে চালান বাজাজের এই ই-স্কুটার

সম্প্রতি এবার ব্যক্তিগত ব্যবহারের জন্য ছোট বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করলো ভারতের অন্যতম ইলেকট্রিক মোবিলিটি কোম্পানি ‘Yulu’, যার নাম ‘Yulu Wynn’। এর আগে মূলত এই স্কুটারটি ভাড়ার জন্যই কাজে লাগতো। এবার তারা ব্যক্তিগত ব্যবহারের জন্য লঞ্চ করলো এই স্কুটার। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, বেশ কয়েক বছর ধরে গ্রাহকদের চাহিদা এবং অন্যান্য বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এতে রয়েছে সোয়াপেবল ব্যাটারী। যার ফলে সোয়াপিং স্টেশন থেকে এক মিনিটেরও কম সময়ে চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারী বদলে ফুল চার্জড ব্যাটারি ইনস্টল করা যাবে। এছাড়াও পোর্টেবল চার্জারের মাধ্যমে বাড়িতেও চার্জ করা যাবে ব্যাটারী।
স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৩৫ কিলোমিটার প্রতি ঘন্টার কম হওয়ার কারণে এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। ১৬ বছরের ঊর্ধ্বের যে কোনো মানুষ এই স্কুটার চালাতে পারবেন। জানা গিয়েছে, এই স্কুটার কেনার ক্ষেত্রে চার্জার এবং ব্যাটারীর দাম গ্রাহকদের থেকে নেওয়া হচ্ছে না। এছাড়া সাবস্ক্রিপশন প্যাকেজেও এই স্কুটার কেনা যাবে।
দাম- এটির দাম রাখা হয়েছে ৫৫,৫৫৫ টাকা। (এক্স-শোরুম)।
আপাতত স্কারলেট রেড এবং মুনলাইট হোয়াইট এই দুটি কালার অপশনে স্কুটারটি কেনা যাবে। আপনি চাইলে মাত্র ৯৯৯ টাকাতেই এটির অনলাইন বুকিং করতে পারেন। সেক্ষেত্রে আগামী মাসের মাঝামাঝি থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রারম্ভিক মূল্যের পর এটির দাম বাড়িয়ে ৫৯,৯৯৯ টাকা করা হবে। উল্লেখযোগ্য এই সংস্থায় ‘বাজাজ অটো’র একটি বড়ো শেয়ার রয়েছে। তাই ‘চেতক’ যেই কারখানায় তৈরি হয়, সেখানেই এই নতুন মডেলটি তৈরি হবে।