অর্থনীতি

মাত্র 5 হাজার টাকা সঞ্চয়ে 3 লাখেরও বেশি রিটার্ন, পোস্ট অফিসের এই স্কিমে মালামাল হবেন

Advertisement
Advertisement

Post Office Scheme: ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা চিন্তা করে আজকাল প্রায় কমবেশি সকলেই মনোযোগ দিয়েছেন বিনিয়োগের দিকে। কেউ ঝুঁকছেন মিউচুয়াল ফান্ডের (Mutual Fund) দিকে তো কেউ আবার বেছে নিচ্ছেন পোস্ট অফিসের নানান স্কিম (Post Office Scheme)। অল্প টাকা বিনিয়োগ করে প্রচুর পরিমাণে সুদ পেতে চাইছেন যারা তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছে পোস্ট অফিস। বলা ভালো, নিম্ন এবং মধ্যবিত্তদের জন্য পোস্ট অফিসে RD অর্থাৎ রেকারিং ডিপোজিট সবচেয়ে ভালো অপশন। এখানে সুদের হার 6.7 শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কিমের আওতায় মিলবে ঋণ। এক নজরে দেখে নেওয়া যাক যাবতীয় খুঁটিনাটি।

কত টাকা ঋণ নেওয়া যাবে- নূন্যতম বিনিয়োগ করতে হবে 5 বছরের জন্য। যদি মোট 12 টি কিস্তি জমা করেন বিনিয়োগকারী তাহলে কিন্তু মিলবে ঋণের সুবিধা। এই সুবিধা পেতে গেলে কমপক্ষে এক বছর ধরে ক্রমাগত পরিমাণ টাকা জমা করতে হবে বিনিয়োগকারীকে। তাহলেই 50 শতাংশ টাকা সহজেই ঋণ হিসেবে নিতে পারবেন গ্রাহক। এই ঋণের টাকা কিস্তিতে বা একেবারেও খুব সহজেই জমা করা সম্ভব।

রেকারিং ডিপোজিটে সুদের হার- পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমের আওতায় যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই পরিমাণের ওপর সুদ হবে মাত্র 2 শতাংশ। এছাড়াও RD অ্যাকাউন্টের প্রযোজ্য সুদ। ঋণ নেওয়ার দিন থেকে টাকা জমা দেওয়ার দিন পর্যন্ত গণনা করা হবে সুদ। যদি কোনো বিনিয়োগকারী ঋণের পরিমাণ টাকা পরিশোধ করতে অক্ষম হন তাহলে রেকারিং ডিপোজিট ম্যাচিওর হলে সুদ সহ ঋণের পরিমাণ কেটে নেওয়া হবে।

দেখে নেওয়া যাক আর কী কী সুবিধা পাওয়া যাবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে- মাত্র 100 টাকা থেকে করা যাবে বিনিয়োগ। এক্ষেত্রে বিনিয়োগের কোনো রকম সর্বোচ্চ সীমা নেই। বিনিয়োগকারীরা সহজেই পেয়ে যাবেন চক্রবৃদ্ধি সুদের সুবিধা। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সুদ গণনা করা হবে। আর এতেই কিন্তু 5 বছর পর সুদের আকারে ভালো মুনাফা পাবেন বিনিয়োগকারী। একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবে সহজেই।

এমনকি দুই বা তিনজনে মিলে খোলা যাবে জয়েন্ট অ্যাকাউন্ট। যদি কোনো বিনিয়োগকারী নিজের সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলেও সহজেই খুলতে পারবেন। পোস্ট অফিসের রেকারিং অ্যাকাউন্টের মেয়াদ 5 বছর। তবে 3 বছর পর প্রি ম্যাচিওর ক্লোজার করা যায়। একইসঙ্গে রয়েছে নমিনেশনের সুবিধা।

Related Articles