অর্থনীতিনিউজবাজারদর

ক্রিসমাসের প্রাক্কালে সস্তা হল সোনা, দাম কমল রুপোর‌ও

Advertisement
Advertisement

বর্ষশেষের বাজারে কমলো সোনার দাম। ক্রিসমাসের আগে দাম পড়লো সোনা ও রূপোর। একটানা ব্যাপক হারে উর্ধমুখী থাকার পর ভালোই দাম কমলো সোনার। বর্ষশেষের আগে এ যেন সান্তার নতুন উপহার ক্রিসমাসের অবসরে।

এমসিএক্স সূচক গোল্ড ফিচারে সোনার ধাম কমলো প্রায় প্রতি দশ গ্রামে ০.৫ শতাংশ করে। তবে গতকালের পর আজ আবার নতুন চমক। রুপোর দামও পড়লো বেশ অনেকটাই। ২২ ক্যারেট সোনার দাম প্রায় ৪৯,৪৮০ টাকা।

অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম কমে দাঁড়াল ৫২,১৮০ টাকা। রুপোর দামও কমলো এক ধাক্কায়। ১ কেজি রুপোর দাম কমে দাঁড়ালো ৬৭,৬৬০ টাকা। গতকালের তুলনায় দাম অনেকটাই কমেছে রুপো বা সোনার।

গতকালের তুলনায় আজ অনেকটাই দাম কম সোনা রুপো দুয়েরই। অগ্নিমূল্য বাজারে এই ওঠা-নামা লেগে থাকলেও আশাবাদী মধ্যবিত্ত শহরবাসীও। বছরের শেষে সোনার দাম কমায় খুশি সকলেই। এক ধাক্কায় প্রায় ৫০ হাজারের নিচে নামলো সোনার দাম।

Related Articles