অর্থনীতিনিউজ

LIC-র সবচেয়ে সহজলভ্য ৫টি পলিসি, যেখান অল্প বিনিয়োগে গ্রাহকদের লাভ

Advertisement
Advertisement

চাকুরীজীবী মানে মাসের শেষে গোনাগুন্তি টাকা আর হাতে টাকা পেয়ে নির্দিষ্ট খাতে ব্যায়ের হিসেব। আর সব ব্যায়ের পর সঞ্চয়ে ক্ষেত্রে ভাড়ার টান পড়ে মধ্যবিত্তের ক্ষেত্রে। তাই শুধু আয় করলেই হবে না সঠিক পরিকল্পনা অনুযায়ী অল্প অল্প সঞ্চয় ও করতে হবে। কম সাশ্রয়ের মধ্যে দিয়েই ছোট ছোট স্বপ্ন পূরন হবে‌।

একটু বুদ্ধি করে সাহস নিয়ে ঠিক সময় ঠিক জায়গায় ইনভেসমেন্ট করলেই সহজেই টাকা সঞ্চয় করা সম্ভব। আর সেই পথ দেখাচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম। মধ্যবিত্তদের কথা চিন্তা করে সম্প্রতি পাঁচটি স্কিম সামনে এনেছে তারা। এর মাধ্যমে অনেকেই উপকৃত হতে চলেছে সাধারন মানুষ। জেনে নিন বিস্তারিত-

1) টেক টার্ম প্ল্যান- সবচেয়ে সস্তা ও সাধ্যের মধ্যে চাইলে এই প্ল্যান বেশ উপযুক্ত।এতে পারিবারিক নিরাপত্তা, সহজ ক্লেমের সুবিধা, অনলাইন রিনিউ করা, প্রিমিয়াম এর উপর ছাড় পাওয়ার সুবিধা থাকছে। এই ক্লেমের বয়সের কোনো উর্দ্ধসীমা নেই অর্থাৎ মৃত্যুজনিত ক্ষেত্রে তার পরিবারকে 100% অর্থ ফেরত দেওয়া হবে। প্রসঙ্গত ৬৫ বছর পর্যন্ত যেকোনো ব্যাক্তি এই পলিসি কিনতে পারেন। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে এবং পলিসি হোল্ডারের কোন রোগ না থাকলে premium এ বিশেষ ছাড় থাকছে।

2) নিউ জীবন আনন্দ সেভিঙস ও সুরক্ষা- নামেই বোঝা যাচ্ছে এখানে একাধারে যেমন সেভিংস থাকবে পাশাপাশি সুরক্ষাও থাকবে। এতে যদি আপনি ২৭০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ১০ লাখ টাকা পেতে পারেন। তবে এই পলিসির ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে
A)পলিসি ধারকের বয়স হতে হবে ১৮-৫০ এর মধ্যে।
B) এই স্কিমে এক লক্ষ টাকা Sum Assured করা জরুরী।
এই পলিসিতে গ্রাহক প্রত্যেক মাস বা তিন, ছয় মাস অন্তর এক বছরে একবার প্রিমিয়াম দিতে পারেন।

3) জীবন অমর- এলআইসির এই পলিসিতে Level Sum Assured ও Increasing sum Assured যেকোনো একটি বেছে নিতে পারবেন গ্রাহকরা। ১৮-৬৫ বছরের যে কোন সাধারণ মানুষ এই পলিসি নিতে পাবেন। পলিসির মেয়াদ ১৮-৪০ বছর পর্যন্ত। তবে এই পলিসির একটি অভিনবত্ব আছে। যিনি পলিসি নিতে চাইবেন তাকে একটি বিভাগ বেছে নিতে হবে যে তিনি ধূমপান করেন নাকি ধূমপান করেন না। ধূমপায়ীদের জন্য প্রিমিয়ামটি যারা ধূমপায়ী নন তাদের থেকে বেশি হবে। এই পলিসি কিনতে অফলাইনে সাহায্য নিতে হবে। সিঙ্গেল রেগুলার লিমিটেড এই তিনটি বিকল্পে প্রিমিয়াম জমা করা যাবে।

4) জীবন উমঙ্গ- অল্প সঞ্চয় করে বেশী লাভ পেতে এই পলিসিও বেশ কার্যকরী। মাত্র ১৬৯ টাকা বিনিয়োগ করে দুই কোটি টাকা পাওয়া সম্ভব এতে। এই পলিসিতে গ্রাহকের ১০০ বছর পর্যন্ত বিমা থাকবে। প্রিমিয়াম দেওয়ার পর ৯৯ বছর পর্যন্ত নিয়মিত রিটার্ন পাবেন। গ্রাহকের মৃত্যুর পরও তার পরিবার একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে।

5) জীবন লাভ- প্রথমত এলআইসি পলিসি শেয়ার বাজারের উপর নির্ভরশীল নয়। আট থেকে ৫৯ বছর বয়সী মানুষ এই পলিসি কিনতে পারবেন। এতেও থাকছে সুরক্ষা ও সঞ্চয় এর মিশেল। বিমানকারীর যদি আকস্মিক মৃত্যু হয় তার পরিবার পুরো টাকা ফেরত পাবে। নির্দিষ্ট সময়ের জন্য প্রিমিয়াম দিতে হবে এই পলিসিতে ও পলিসি প্রেক্ষিতে ঋণ নিতে পারবেন বিমানকারী।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles