অর্থনীতি

হুড়মুড়িরে কমল সোনার দাম! জানুন কলকাতায় ১০ গ্রাম স্বর্ণের বাজারদর

Advertisement
Advertisement

Gold Price Today: অবশেষে কমলো সোনার দাম! বর্তমানে চলছে বিয়ের মরসুম। আর তা না থাকলেও বাঙালিদের বারো মাসে ১৩ পার্বন লেগেই থাকে। আর তা বাদেও সোনা প্রেমী মানুষদের জন্য আলাদা করে দিনক্ষণ লাগে না। তারা যেদিন ইচ্ছে সেদিনই সোনা কিনে নিতে পারেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দাম কম থাকলে কিছু মন্দ হয়না বৈকি। মূলত ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে।

Gold Price Today

দেশের টাকা, মার্কিন ডলার, আন্তজাতিক বাজার, দেশের বাজারের পরিস্থিতি দেখে সোনার দাম ঠিক হয়। সোনার যেভাবে ওঠানামা চলে তাতে একেক সময় মাথায় হাত পরে ক্রেতাদের। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আগামী দিনে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য সোনা কিনে রাখতে পারেন এখনই। তবে, সপ্তাহের মাঝে এসে কমলো সোনার দাম কত কমলো জানেন কি?

OASIS Scholarship
মাধ্যমিক পাশ করলেই মিলবে ১৪ হাজার টাকা, আবেদন করুন এই স্কলারশিপে

ভারতের বড় শহর গুলিতে ২২ ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price Today in Big Cities)

১.কলকাতা (Kolkata)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা।
২.দিল্লিতে (Delhi)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৫০০ টাকা।
৩.মুম্বাইতে (Mumbai)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা।
৪.চেন্নাইতে (Chennai)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৮০০ টাকা।
৫.বেঙ্গালুরু (Bengaluru)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা।
৬.হায়দ্রাবাদে (Hyderabad)-১০ গ্রাম সোনার দাম ৫৭,৩৫০ টাকা।

Gold Price Today

ভারতের বড় শহর গুলিতে ২৪ ক্যারেট সোনার দাম (22 Carat Gold Price Today in Big Cities)

১.কলকাতা (Kolkata)-১০ গ্রাম সোনার দাম ৬২,৫৬০ টাকা।
২.দিল্লি (Delhi)-১০ গ্রাম সোনার দাম ৬২,৭১০ টাকা।
৩.মুম্বাই (Mumbai)-১০ গ্রাম সোনার দাম ৬২,৫৬০ টাকা।
৪.চেন্নাই (Chennai)-১০ গ্রাম সোনার দাম ৬৩,০৫০ টাকা।
৫.বেঙ্গালুরু (Bengaluru)-১০ গ্রাম সোনার দাম ৬২,৫৬০ টাকা।
৬.হায়দ্রাবাদ (Hyderabad)-১০ গ্রাম সোনার দাম ৬২,৫৬০ টাকা।

এটা সকাল ৮টার আপডেট অনুযায়ী সোনার দাম।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles