অর্থনীতি

প্যান কার্ড নিয়ে বড়সড় ঘোষণা, এই কাজটি না করলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে আইটিআর ফাইল করতে সমস্যার সৃষ্টি হবে।

Advertisement
Advertisement

এবার প্যান কার্ড নিয়ে বড় ঘোষণা। এই নিয়ম না মানলেই দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। একজন ব্যক্তির কাছে যদি একের বেশি প্যান কার্ড থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। একটার বেশি প্যান কার্ড থাকলেই এবার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা। আর তাই সেই কার্ড জমা দিয়ে দেওয়াই ভালো।

আর এই প্যান কার্ড জমা দিতে গেলে কোনো সমস্যা হবে না, বরং আপনি জরিমানার হাত থেকে বাচঁবেন। আপনি অনলাইন বা অফলাইন দুইভাবেই এটি জমা দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। এরজন্য আপনাকে এনএসডিএল-র ওয়েবসাইটে গিয়ে চেঞ্জ প্যান কার্ডে গিয়ে ক্লিক করতে হবে। এরপর যেই প্যান নম্বর দিতে চান, সেটি সবার উপরে লিখুন। এরপর অতিরিক্ত প্যান নম্বরটি ফর্মের ১১ নম্বর বক্সে লিখুন।

আর তার সাথে যে প্যান নম্বর বাতিল করতে চান, সেটি কপি ফর্মের সঙ্গে জুড়ে দিন। তাহলেই হয়ে যাবে। তবে এটা মনে রাখতে হবে, অনেক সময় প্যান কার্ড বাতিল হওয়ার পরেও এটিকে আবার চালু করা যেতে পারে, কিন্তু এরকম কাজ কেউ করলে সেক্ষেত্রে তার ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। এছাড়া প্যান ও আধার কার্ড লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এটি না করলে ‘১৩৯এ’ ধারায় বাতিল হয়ে যাবে প্যান কার্ড।

মনে রাখতে হবে, আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ প্যান কার্ডও। তাই এটিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, প্যান কার্ডের লিঙ্ক না থাকলে অনলাইনে আইটিআর ফাইল করতে সমস্যার সৃষ্টি হবে। আইটি রিটার্নও আটকে যাবার সম্ভাবনা থাকছে।

Related Articles