অর্থনীতি

১ ডিসেম্বর পড়তেই গ্যাসের দামে বিরাট পরিবর্তন! জানুন কলকাতার নয়া রেট

Advertisement
Advertisement

Gas Cylinder Price: সাধারণত মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের দামে বদল দেখা যায়। আজ ডিসেম্বরের ১ম তারিখ। এই মাসেও অন্যথা হল না। মাসের প্রথম তারিখ ঢুকতেই বেড়ে গেলে গ্যাসের দাম। যদিও দামের এই বৃদ্ধি হ্রাসের হারকে অনুসরণ করেনি, সেটাই অন্তত স্বস্তির বিষয় সাধারণ মানুষের কাছে। চলুন জেনে নেওয়া যাক মাসের শুরুতে গ্যাসের দাম কত?

Gas Cylinder Price

১লা ডিসেম্বরে গ্যাসের দাম (Gas Cylinder Price at 1st December)

এলপিজি গ্যাসের বর্ধিত দাম মধ্যরাত থেকেই কার্যকরী হয়েছে। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে কলকাতায় গ্যাসের দাম ২২.৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে গ্যাস সিলিন্ডারের নতুন দাম কত হল, একটু দেখে নেওয়া যাক।

Short Film
কল-গার্লকে সঙ্গে নিয়ে দীঘায় কুকর্ম স্কুল শিক্ষকের, শরীরে আগুন ধরাবে এই শর্টফিল্ম

ডিসেম্বরে গ্যাসের আপডেটেড দাম (Gas Cylinder updated price in December)

আজকে আসলে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। ১৯ কেজি বিশিষ্ট এই গ্যাস সিলিন্ডারের দাম আগে ১৮৮৫ টাকা ছিল। এই দামই বেড়ে গিয়ে ১৯০৮ টাকা হয়ে গেছে। গ্যাসের দাম বেড়ে যাওয়ার তথ্য সুনিশ্চিত করেছে ইন্ডিয়ান অয়েল (Indian Oil)।

মেট্রো শহরে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

● দিল্লি (Delhi): মাসের শুরুতে এই শহরে ১৯ কেজি বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের দাম ১৭৯৬.৫ টাকা হয়েছে।
● মুম্বাই (Mumbai): ১লা তারিখে এই শহরে ১৯ কেজি বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের দাম হয়ে গেছে ১৭৪৯ টাকা।
● চেন্নাই (Chennai): ডিসেম্বরের প্রথম দিনে এই শহরে ১৯ কেজি বিশিষ্ট গ্যাস সিলিন্ডারের দাম ১৯৬৮.৫ টাকা হয়েছে।

Gas Cylinder Price

উল্লেখ্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (Commercial Gas Cylinder Updated Price) শেষবার বেড়েছিল ১লা নভেম্বর তারিখে। তখন কলকাতায় ১৯ কেজির এই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল ১০৩.৫ টাকা। যদিও মাস এগোতেই সেই মাসের ১৬ তারিখে দাম ৫৭.৫ টাকা কমিয়ে দেওয়া হয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles