অর্থনীতি

Punjab National Bank: PNB-এর বিশেষ স্কিমে গ্রাহকরা পাবেন মোটা টাকা সুদ, আয় হবে লাখ লাখ টাকা

বিশেষ স্কিমে মোটা টাকা সুদ, অল্প সময়ের ইনভেস্টমেন্টে হবেন লাখপতি

Advertisement
Advertisement

ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। এই ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ খবর। সম্প্রতি পিএনবি তার এই বিশেষ স্কিমে সুদ বৃদ্ধি করেছে। যে স্কিমে স্বল্প সময়ের ইনভেস্টমেন্টে পাওয়া যাবে মোটা টাকা রিটার্ন। চলুন সময় নষ্ট না করে সেই স্কিম সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতের কম-বেশি বিভিন্ন ব্যাঙ্কের একটি দুর্দান্ত স্কিম হল ফিক্সড ডিপোজিট স্কিম। যে স্কিমে বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন হারে গ্রাহকদের সুদ দেওয়া হয়। এবার সেই স্কিমেরই সুদ বৃদ্ধির ঘোষণা করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ন্যূনতম ৭ দিন থেকে ১০ বছরের জন্য পিএনবি (Punjab National Bank) গ্রাহকরা এই স্কিমে টাকা জমাতে পারেন। মূলত যেসব গ্রাহকরা ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট করেন তাদের জন্য এইচ স্কিম থেকে মোটা টাকা রিটার্ন পাওয়ার সুযোগ রয়েছে।

সূত্রের খবর জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (Punjab National Bank) ৬৬৬ দিনের জন্য সাধারণ গ্রাহকরা বার্ষিক সুদ পাবেন ৭.২৫% হারে। যা প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে। অন্যদিকে এই স্কিমে ৫ বছরের মেয়াদে পিএনবি সাধারণ গ্রাহকদের বার্ষিক সুদ দেয় ৬.৫০ শতাংশ হারে। একইভাবে প্রবীণ নাগরিকদের পাঁচ বছরের ইনভেস্টমেন্টে বার্ষিক সুদ দেয় ৭ শতাংশ হারে। পিএনবির এই স্কিমে পাঁচ বছরের ডিপোজিটে আয়করের ৮০C-এর অধীনে কর ছাড়ের দাবি করার সুবিধা রয়েছে। যার ফলে আর্থিক এক বছরে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারবে গ্রাহকরা। এই স্কিমের লক-ইন পিরিয়ড রয়েছে ৫ বছর। তবে মেয়াদ পরবর্তীতে ১০ বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

আসুন উদাহরণস্বরূপ জেনে নেওয়া যাক পিএনবির FD স্কিমে ইনভেস্টমেন্টে সুদ হিসেবে কত টাকা আয় করা যেতে পারে। ধরুন কোনো সাধারণ গ্রাহক যদি ৫ বছরের জন্য এফডি তে ১০ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ৬.৫০ শতাংশ হাড়ে সুদ পাবেন ৩ লাখ ৮০ হাজার ৪২০ টাকা। ম্যাচুরিটির সময় তিনি মোট পাবেন ১৩ লাখ ৮০ হাজার ৪২০ টাকা।

অন্যদিকে কোনো প্রবীণ নাগরিক যদি ৫ বছরের মেয়াদে ১০ লাখ টাকা এফডিতে বিনিয়োগ করেন তাহলে তিনি মেয়াদ শেষে বার্ষিক ৭ শতাংশ হারে লাভ করবেন ৪ লাখ ১৪ হাজার ৭৭৮ টাকা। অর্থাৎ মেয়াদ শেষে সুদ সমেত মোট লাভ করবেন ১৪ লাখ ১৪ হাজার ৭৭৮ টাকা। তবে মনে রাখবেন যেসব গ্রাহকরা ২ কোটি টাকার কমে ফিক্স ডিপোজিটে ইনভেস্ট করেন তাদের জন্যই এই সুযোগ দিচ্ছে পিএনবি (Punjab National Bank)।

Related Articles