অর্থনীতিনিউজ

LIC: আপনিও কি বিনিয়োগ করেছেন? তবে ১লা অক্টোবর থেকে বন্ধ হতে চলেছে LIC এর এই প্ল্যান

আগামী কয়েক দিনের মধ্যেই বন্ধ হতে চলেছে LIC এর এই প্ল্যান

Advertisement
Advertisement

কমবেশি প্রত্যেক মানুষই নিজেদের ভবিষ্যতকে সুরক্ষিত করতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকেন। সাধারণ মানুষ নিজেদের আয় অনুযায়ী বিনিয়োগের বিভিন্ন উপায় বেছে নেন। কেউ টাকা রাখেন পোস্ট অফিসে, কেউ বা ব্যাংকে, কেউ কেউ আবার থাকা রাখেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে। কেউ কেউ আবার বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (LIC) বিভিন্ন শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে নানা ধরনের স্কিমে প্রদান করে থাকে।

সাধারণ মানুষ তথা বিনিয়োগকারীদের কাছে এলআইসি হলো একটা অত্যন্ত নিরাপদ এবং ভরসার জায়গা। তবে এলআইসি (LIC) মাঝে মাঝেই বিভিন্ন প্ল্যানের পরিবর্তন করে থাকে। আজ আমরা ঠিক সেরকমই একটি প্ল্যান সম্পর্কে আপনাদের অবগত করবো যা আগামী কয়েক দিনের মধ্যেই বন্ধ হতে চলেছে।

এলআইসি (LIC) তার ধন সমৃদ্ধি প্ল্যানটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিতে চলেছে। এটি ছিল একক প্রিমিয়াম প্ল্যান। এলআইসি (LIC) এর এই স্কিমে গ্রাহকরা একবার এই মানি গ্রোথ পলিসিতে অর্থ বিনিয়োগ করলেই সারাজীবন এই প্ল্যানের সুবিধালাভ করতে পারবেন। শুধুমাত্র সঞ্চয় নয় এই প্ল্যানটি জীবন সুরক্ষাও প্রদান করে। এছাড়াও ঋণের সুবিধাও আছে এই প্ল্যানটিতে যা পলিসি কেনার ৩ মাস পর থেকেই গ্রাহকরা পেতে পারবেন বলে জানানো হয়েছিল।

এই প্ল্যানটিতে বিনিয়োগ করার জন্য গ্রাহকদের তিনটি অপশন দেওয়া হয়েছিল ১০, ১৫, ও ১৮ বছর। এই প্ল্যানটি শুরু হয়েছিল গত ২৩ শে জুন তারিখে। তবে এই প্ল্যানটি বাজারে টিকতে পারলো না বেশিদিন। এলআইসি (LIC) সিদ্ধান্ত নিয়েছে আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে এই প্ল্যানটি আর কন্টিনিউ করা হবে না।

Related Articles