আন্তর্জাতিকনিউজ

করোনা দমনে সক্ষম গাঁজা! আশার আলোয় কানাডার বিজ্ঞানীরা

Advertisement
Advertisement

করোনা ভাইরাস প্রতিরোধের উপায় হিসেবে একটি চাঞ্চল্যকর দাবি প্রকাশ করলো কানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি গাঁজার মধ্যে এক ধরনের স্ট্রেইন রয়েছে যা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। এমনকি COVID-19 আক্রান্তদের চিকিৎসার জন্যও কাজে আসতে পারে গাঁজার ওই শক্তিশালী স্ট্রেইন। গত এপ্রিল মাসে করা একটি গবেষণার পর বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৩টি গাঁজা গাছ,যাদের মধ্যে CBD খুব বেশি পরিমাণে ছিল, তারা ACE2 পথকে প্রভাবিত করতে পারে যেখান থেকে করোনাভাইরাস শরীরে প্রবেশ করতে পারে।

বিজ্ঞানীরা আরও বলেন, গাঁজার এই শক্তিশালী স্ট্রেইনে অতিরিক্ত পরিমাণে CBD থাকার কারণে তারা সেই প্রোটিনগুলিকে আটকে দিতে পারে, যেগুলি আসলে কোষে করোনাভাইরাসের প্রবেশপথ।‌ বিজ্ঞানীদের দাবি ওই শক্তিশালী স্ট্রেইনের গাঁজা মানবদেহে করোনাভাইরাস-কে প্রবেশ করতে ৭০-৮০ শতাংশ পর্যন্ত আটকাতে সক্ষম।‌ গবেষকদের মধ্যে একজন ওলগা কোভালচুক বললেন, “দীর্ঘ পরীক্ষার পর বিষয়টি নজরে আসতেই আমরা অবাক হয়ে যাই। এই গবেষণায় সফলতা পেয়ে আমরা সত্যিই খুব খুশি হই।” গবেষণাটি এই মুহূর্তে অনলাইন জার্নাল প্রিপ্রিন্টসে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। এই পরীক্ষার ফলাফলের পর ইগোর জানিয়েছে,‌ ‘এই পরীক্ষা গোটা বিশ্বকে দিশা দেখাতে সক্ষম, কারণ এখনো পর্যন্ত কোনো গবেষণা ৭০-৮০ শতাংশ সংক্রমণ হ্রাসের সম্ভাবনার কথা বলেনি’।

বিজ্ঞানীদের মতে, এই গবেষণা যদি এনজাইমকে নিয়ন্ত্রিত করতে পারে, তবে এটি রোগের সংবেদনশীলতা হ্রাস করার জন্য একটি প্রশংসনীয় স্ট্যাটেজি হয়ে দাঁড়াতে পারে গোটা বিশ্বের কাছে। শুধু করোনাভাইরাসই নয়, বিজ্ঞানীরা দাবি করেছেন, মুখ থেকে যে সমস্ত ভাইরাস শরীরে প্রবেশ করে তাদের সকলকে ঠেকাতে সক্ষম এই শক্তিশালী গাঁজা। এরজন্য মাউথ ওয়াশ এবং গার্গেল করার নানাবিধ প্রোডাক্টের মধ্যে গাঁজার শক্তিশালী স্ট্রেইন ব্যবহার করা হয়েছে এবং ইতিবাচক ফলও পাওয়া গিয়েছে। এসবের পাশাপাশি বিজ্ঞানীরা একথাও স্পষ্ট জানিয়েছেন, বাজার থেকে যেকোনো ধরনের গাঁজা কিনলে তা যে করোনা প্রতিষেধক হিসেবে কাজ করবে তা ভেবে নেওয়া ভুল হবে। গাঁজার ৮০০ ভিন্ন ধরনের স্যাটাইভা রয়েছে, যা কেবল করোনার চিকিৎসায় সাহায্য করতে পারে।’ যে গাঁজায় প্রদাহনাশক CBD থাকে কিন্তু THC-এর পরিমাণ খুব কম, সেগুলিই শুধুমাত্র করোনার প্রতিষেধক হিসেবে কাজে আসতে সক্ষম।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles