অর্থনীতিনিউজ

Online Gaming Platform: অনলাইন গেমিং কোম্পানিকে ১ লক্ষ কোটি টাকার শোকজ নোটিস পাঠালো কেন্দ্র সরকার!

একাধিক গেমিং কোম্পানিকে কর ফাঁকির অভিযোগে শোকজ নোটিশ ধারালো মোদি সরকার!

Advertisement
Advertisement

ভারতের বুকে একাধিক অনলাইন গেমিং কোম্পানি রয়েছে, যাদের গেম ভারতে বেশ জনপ্রিয়। বহু মানুষ এই গেম খেলেন। আর এর মধ্যে দিয়ে কোটি কোটি টাকা আয় করে নিজেদের দেশে নিয়ে যায় গেমিং কোম্পানিগুলি। তবে এই বিদেশি গেমিং কোম্পানি (Online Gaming Platform) ভারতের বুকে রমরমিয়ে ব্যবসা করলেও কোনরূপ কর প্রদান করে না। আর ভারত সরকারকে কর ফাঁকি দেওয়ার জন্য ভারতীয় জিএসটি অথরিটি এই সমস্ত বিদেশি গেমিং কোম্পানিগুলিকে কড়া নোটিশ ধারালো।

গত বুধবার ভারতের বুকে ব্যবসা করা একাধিক গেমিং কোম্পানিকে প্রায় ১ লক্ষ কোটি টাকার নোটিশ জারি করলো কেন্দ্র সরকার। কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনেই এই নোটিশ জারি করা হয়েছে। গত ১লা অক্টোবর থেকে কোনো বিদেশি গেমিং কোম্পানি (Online Gaming Platform) ভারতে রেজিস্ট্রেশনও করেনি বলে জানা যাচ্ছে। এরপরই বিদেশি গেমিং কোম্পানিগুলিকে শোকজ নোটিশ ধরিয়েছে ভারতীয় জিএসটি অথরিটি।

এর আগে ভারত সরকার একটি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছিল, যদি ভারতের বুকে বিদেশি অনলাইন গেমিং কোম্পানি (Online Gaming Platform) ব্যবসা করতে চায়, তবে ২০২৩ সালের ১লা অক্টোবরে মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি রেজিস্ট্রেশন না করে তবে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে কেন্দ্র সরকার। তবে নোটিশ জারি করলেও, ১লা অক্টোবরের মধ্যে কোনো নতুন গেমিং সংস্থা নতুন করে রেজিস্ট্রেশন করেনি।

অক্টোবরের শুরুতে প্রায় ১০০ টির বেশি অনলাইন গেমিং সংস্থাকে ১ লক্ষ কোটি টাকার বেশি শোকজ নোটিস পাঠানো হয়েছে। ড্রিম ১১, গেমসক্রাফট সহ বেশ কয়েকটি কোম্পানিকে (Online Gaming Platform) স্বল্প সময়ের মধ্যে কর প্রদানের শোকজ নোটিশ জারি করা হয়েছে। গত আগস্ট মাসেই জানানো হয়েছিল, অনলাইন গেমিং সংস্থাগুলিকে বেটিং ভ্যালুর ২৮ শতাংশ জিএসটি প্রদান করতে হবে ভারত সরকারকে। এই নিয়ম অমান্য করার কারণেই ১ লক্ষ কোটি টাকার শোকজ নোটিশ পাঠানো হলো।

Related Articles