অর্থনীতিনিউজবাজারদর

মধ্যবিত্তের জন্য সুখবর, কমে গেল সোনার দাম

Advertisement
Advertisement

চলতি বছর সোনার দামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ উত্থানপতন। একবার বাড়ছে তো একবার কমছে। গতকালই বেড়ে যায় সোনার দাম। তবে এরই মাঝে স্বস্তির খবর মঙ্গলবার মহানগরীতে ফের কমলো সোনার দাম।

চলতি বছর করোনা আবহে লকডাউনের জেরে বেড়ে যায় সোনার মাত্রাতিরিক্ত দাম। অতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় সোনা বিক্রির ক্ষেত্রে এবং সোনা কেনার ক্ষেত্রে ক্ষেত্রে দু ক্ষেত্রেই সমস্যায় পড়ে বিক্রেতা থেকে ক্রেতারা। যদিও কিছুদিন পর সোনার দাম কমে গেলেও ফের গতকাল বৃদ্ধি পেয়েছিল সোনার দর। এরই মাঝে ক্রেতাদের মুখে হাঁসি ফোটাতে ফের মঙ্গলবার কমলো সোনার দাম।

আসুন দেখে নেওয়া যাক ঠিক কতটা কমলো সোনার দাম। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হল ৫০,২৩০ টাকা। যা কয়েকদিন আগেই ছুঁয়েছিল ৫১,০০০ টাকা। মুম্বইয়ে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যাচ্ছে ৪৯,৬০০ টাকা। অন্যদিকে ৪৯,৬৬০ টাকা, কলকাতায় সোনার দর যাচ্ছে ৫০,২৩০ টাকা এবং বেঙ্গালুরুতে ৪৮,১৬০ টাকা।

জানিয়ে রাখি, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ট্রেন্ডের ওপরে নির্ভর করে কমেছে সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচক পড়ে যায় ০.৫ শতাংশ। অন্যদিকে সোনার পাশাপাশি দাম কমেছে রুপোরও। এমসিএক্স সূচকে রুপোর দাম পড়ল ০.৬ শতাংশ। ফলে এক কেজি রুপোর দাম গিয়ে দাঁড়াল ৬৭,৮৫০ টাকা। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন সোনা কিংবা রুপো যেটাই আপনার পছন্দের।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles