রাজ্য

মাধ্যমিক পাশ করলেই মিলবে ১৪ হাজার টাকা, আবেদন করুন এই স্কলারশিপে

Advertisement
Advertisement

OASIS Scholarship: আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার গড় নম্বর মাত্র ৫০% হলেও পাওয়া যাবে সরকারি স্কলারশিপ (Government Scholarship)। রাজ্য সরকার এই স্কলারশিপ দিচ্ছে। মূলত, ‘ওয়েসিস স্কলারশিপ’ (OASIS Scholarship 2023)-এর অধীনে মধ্য মেধার পড়ুয়ারাও স্কলারশিপ পাওয়ার সুযোগ পাবেন। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারে আলোচনা করা হল।

OASIS Scholarship

ওয়েসিস স্কলারশিপ পাওয়ার যোগ্যতা (Eligibility to apply for OASIS Scholarship)

১. আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
২. আবেদনকারী পড়ুয়াকে সংরক্ষিত ক্যাটাগরির (SC/ ST/ OBC) অধীনে হতে হবে।
৩. পরিবারের উপার্জনকারী ব্যক্তির বার্ষিক আয় ২ লক্ষ টাকার বেশি হওয়া যাবে না।
৪. আগের ক্লাসের বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
৫. এই স্কলারশিপের সুবিধা ৯ম শ্রেনীর পড়ুয়া থেকে পিএইচডি স্টুডেন্টরা পাবেন।

আরও পড়ুন, গতি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিল সাইক্লোন ‘মিগজাউম’

স্কলারশিপের পরিমাণ (Amount of Scholarship)

● ১৫০০ টাকা: এসসি (SC)/ এসটি (ST) ক্যাটাগরির অন্তর্ভুক্ত ৯ম ও ১০ম শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক ১৫০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকেন।
● ৯০০০ টাকা: এসসি (SC), এসটি (ST), ওবিসি (OBC) ক্যাটাগরির অন্তর্ভুক্ত ১১শ, ১২শ, স্নাতক ও আইটিআই (ITI)-এর পড়ুয়ারা বার্ষিক ৯০০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকেন।
● ১৪, ৪০০ টাকা: এসসি (SC)/, এসটি (ST), ওবিসি (OBC) ক্যাটাগরির অন্তর্ভুক্ত প্রফেশনাল কোর্সের (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং) পড়ুয়ারা বার্ষিক ১৪, ৪০০ টাকা স্কলারশিপ পেয়ে থাকেন।

OASIS Scholarship

ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করবেন কীভাবে? (How to apply for OASIS Scholarship?)

১. অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in-এ গিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে।
২. শিক্ষা প্রতিষ্ঠানের লোকেশন সিলেক্ট করতে হবে। বাইরে পড়াশোনা চালানো পড়ুয়াদের নিজেদের বাড়ির জেলা সিলেক্ট করতে হবে।
৩. জাতিগত শংসাপত্র ও শংসাপত্রের প্রকৃতি সিলেক্ট করে ক্যাপচা কোড পূরণ করতে হবে।
৪. এরপরে ফাঁকা স্থানগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. আইডি ও পাসওয়ার্ড পেলে লগিন করে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে ‘সেভ’ ও ‘প্রসিড’-এ ক্লিক করে আবেদনের কাজ শেষ করতে হবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles