রাজ্য

গতি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিল সাইক্লোন ‘মিগজাউম’

Advertisement
Advertisement

Cyclone Update: শীতের শিরশিরানীতেও বঙ্গবাসীর মাথার উপরে ঝুলছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ঘন্টা। আপাতত দিনের বেলায় ঝলমলে রোদের দেখা মিললেও আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় আছড়ে পড়ার ইঙ্গিত দিলো। কম আদ্রতাযুক্ত শুষ্ক আবহাওয়ার পরিবর্তে মানুষকে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি সহ্য করতে হতে পারে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাব কোনদিকে দেখা দেবে, তা এখনও জানানো হয়নি আবহাওয়া দফতরের তরফে।

Weather Forecast

ঘূর্ণিঝড়ের নাম কী? (Cyclone Update)

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরে ঘনীভূত হতে শুরু করেছে। এই প্রক্রিয়া চলাকালীনই তা একটু উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং শেষমেশ দক্ষিণ বঙ্গোপসাগরে গিয়ে দাঁড়াবে। এরপরেই এটি শক্তি বৃদ্ধি করে গভীর নিম্মচাপে পরিণত হওয়ার পরে আরও একটু উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে যাবে। অবশেষে ১লা ডিসেম্বর তারিখে তা ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (Cyclone Michaung)-এর রূপ নেবে। এই ঘূর্ণিঝড়কে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে দেখা যাবে। জানিয়ে রাখি, এইবারে মায়ানমার ঘূর্ণিঝড়ের নাম নামকরণ করেছে।

Viral Video
বন্ধ ঘরে শরীরী হিল্লোল তুলে উদ্দাম নাচ সুন্দরী বৌদির, রকেটের গতিতে ভাইরাল ভিডিও

আবহাওয়াবিদদের অনুমান, ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ ৬ ডিসেম্বর তারিখে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে পৌঁছাবে। কিছুদিন আগেই সৃষ্ট ঘূর্ণিঝড়কে প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘুরে যেতে দেখা গিয়েছিল। আর তাই ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে স্পষ্টভাবে কোনো মন্তব্য করছেন না আবহাওয়াববিদরা। বিগত কয়েকদিনে কলকাতা ও নিকটবর্তী এলাকায় শীতের আমেজ কমতে দেখা গিয়েছে। দিন গড়ালে তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে দেখা গিয়েছে। বহু জায়গায় ভোরের দিকে বা রাতের দিকে ফ্যান চালাতেও দেখা যাচ্ছে।

Cyclone Update:

কলকাতার আবহাওয়া আপডেট (Today Kolkata Weather Update)

আবহাওয়াবিদরা আবহাওয়ায় বদল আসার কারণরূপে নিম্নচাপকেই দায়ী করেছেন। তাঁদের মতে, আবহাওয়ার পরোক্ষ প্রভাবেই উপকূল এলাকায় স্বাভাবিক তাপমাত্রায় বদল আসতে দেখা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজকে তথা বুধবারে কলকাতার বেশ কিছু জায়গায় মেঘলাভাব বজায় থাকতে দেখা যাবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি থাকার সম্ভাবনা জারি করা হয়েছে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles