নিউজরাজনীতিরাজ্য

হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় রানাঘাটে মুখ্যমন্ত্রী মমতা!

Advertisement
Advertisement

২০২১ বিধানসভা নির্বাচনের আগেই সকলের নজরে মতুয়া ভোট। সেই উপলক্ষে আজ রানাঘাটে সভা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারানো জমি পুনরুদ্ধার করাতে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ কী হবে, বা কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে আছেন রাজনৈতিক মহল। দলনেত্রীর উপস্থিতিতে এই সভায় কানায় কানায় মাঠ ভরিয়ে শক্তি প্রদর্শন করতে চাইছে তৃণমূলকর্মীরা। তবে মূল নজর থাকবে মতুয়া সম্প্রদায়ের দিকে।

প্রসঙ্গত, ২০১১-তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের আগে থেকেই মতুয়া প্রভাবিত রানাঘাট মমতার সাথে ছিল। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটে এই রানাঘাটেই গেরুয়া শিবির জয় ছিনিয়ে নেয়।

উল্লেখ্য, গত লোকসভা ভোটের নিরিখে রানাঘাটের সাতটি বিধানসভা আসনের ছ’টিতেই বিজেপিকে এগিয়ে রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, কেন্দ্রের নাগরিকত্ব আইন নিয়ে মতুয়া সমাজের একাংশ অসন্তুষ্ট। এই সুযোগটাকে কাজে লাগিয়েই মতুয়া প্রভাবিত রানাঘাটের হারানো ভোট ফিরে পেতে চাইছেন মমতা।

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে অন্যতম প্রভাব বিস্তার করতে পারে মতুয়া ভোট, এমনটাই রাজ্যমহলের ধারণা। এর আগে ডিসেম্বরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় বনগাঁর গোপালনগর হাইস্কুলের মাঠে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে পশ্চিমবঙ্গে সফরে এসে মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজও সেরেছিলেন অমিত শাহ। তবে মুখ্যমন্ত্রীর সভার মাধ্যমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তৃণমূল।

Related Articles