নিউজরাজ্য

‘আপনার বয়স হয়েছে, ভুলে যাওয়ার রোগ ধরেছে,’ মমতাকে বেনজির আক্রমণ অগ্নিমিত্রা পালের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল।

Advertisement
Advertisement

উত্তরপ্রদশের হাথরস কান্ডের ঘটনাতে উত্তাল গোটা দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। আর কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি করোনার থেকেও বড় অতিমারি বলে মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিলের শেষে সভায় মমতা বলেন, “করোনার জন্য আমরা রাজনৈতিক কর্মসূচি করিনি। কিন্তু কী করব? এখন তো অত্যাচারের অতিমারি চলছে। করোনার মতো অতিমারির সঙ্গে আমরা লড়াই করছি। তবে এ দেশে সব থেকে বড় অতিমারি বিজেপি। দেশটাকে শেষ করে দিচ্ছে।’’

আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করলেন বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন,’আপনার বয়েস হয়েছে। আপনি একজন প্রবীণ নাগরিক। আপনার ভুলে যাওয়ার রোগ ধরেছে। আর সেটা নিয়ে আমরা চিন্তিত। নাহলে আপনি বাংলাকে সুরক্ষিত রাজ্য বলতেন না।’ এছাড়া তিনি বলেন যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়েও তাহলে রায়গঞ্জের নির্যাতিতার পরিবারের সাথে দেখা করেননি কেন?

প্রসঙ্গত, শনিবার দীর্ঘ ৬ মাস পরে তিনি উত্তরপ্রদেশে দলিতকন্যার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন তৃণমূলনেত্রী। তিনি হাথরস কান্ডের প্রতিবাদে নেমে বলেন, ‘‘বাংলায় একটা ছোট ঘটনা ঘটলেও যত কমিশন আছে পাঠিয়ে দেয়। ডিজি, এডিজিকে ডেকে পাঠায়। কত প্রশ্ন করে তখন! আর দিল্লির দাঙ্গায় লোক মারা গেলে, উত্তরপ্রদেশে দলিতকন্যাকে ধর্ষণের পরে খুন করে জ্বালিয়ে দেওয়া হলেও কোনও কমিশন নেই।’’

Related Articles