রাশিফল, ৮ই মার্চ মঙ্গলবার ২০২২

Advertisement

মেষ রাশিঃ কাছের মানুষদের দ্বারা আজ আপনি প্রতারিত হতে চলেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা একান্ত জরুরী।

Advertisements

বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার বন্ধুর সহায়তা লাভ হতে চলেছে। যার ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।

Advertisements

মিথুন রাশিঃ সমাজসেবামূলক কাজে আজ আপনি সুনাম অর্জন করতে চলেছেন। যার ফলে আনন্দ উপভোগ করবেন।

কর্কট রাশিঃ যারা শেয়ার ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। শেয়ার ব্যবসায় লাভ হতে চলেছে।

সিংহ রাশিঃ অংশীদারি ব্যবসায় আজ আপনার লাভ হওয়ার সম্ভাবনা প্রবল। সবমিলিয়ে দিনটি ভালো কাটবে।

কন্যা রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেতে চলেছে। তবে অযথা চিন্তা না করাই শ্রেয়।

তুলা রাশিঃ পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বেশ ভালো কাটবে। আনন্দ উপভোগ করার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশিঃ কোনো কারণে আজ আপনার কর্মক্ষেত্রে অশান্তি দেখা দিতে পারে। ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন।

ধনু রাশিঃ কাছের মানুষের দ্বারা আজ আপনি বঞ্চনার শিকার হতে চলেছেন। মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকা জরুরী।

মকর রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার প্রভাব বিস্তার হতে চলেছে। সবমিলিয়ে দিনটি খুবই ভালো কাটবে।

কুম্ভ রাশিঃ কোথাও যাত্রাক্ষেত্রে পথে বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। সাবধানতা অবলম্বন করুন।

মীন রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার বেশ ভালো কাটবে। পুরনো ঋণ থেকে মুক্তি লাভ করতে চলেছেন।

Related Articles