আজকের রাশিফল, ১৪ই মার্চ সোমবার ২০২২

আজ ১৪ই মার্চ, সোমবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষ রাশিঃ মনোরথ সিদ্ধি হওয়ার ফলে আজ আপনি আনন্দ উপভোগ করতে চলেছেন। সবমিলিয়ে দিনটি বিশেষ ভালো কাটবে।
বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। কোনো কারণে উৎপাদন হ্রাস পেতে চলেছে।
মিথুন রাশিঃ পারিবারিক দিক দিয়ে আজকের দিনটি আপনার মোটেই শুভ নয়। সন্তানপীড়া দেখা দিতে চলেছে।
কর্কট রাশিঃ ছলচাতুরীর দ্বারা আজ আপনি প্রতারিত হতে চলেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুনম
সিংহ রাশিঃ কাছের মানুষের দ্বারা আজ আপনার মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরী।
কন্যা রাশিঃ পারিবারিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। কোনো কারণে মাতৃবিরোধ দেখা দিতে পারে।
তুলা রাশিঃ যারা রাজনীতির সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি শুভ নয়। রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়তে পারেন।
বৃশ্চিক রাশিঃ বিবাদের কারণে আজ আপনার মনে কষ্ট দেখা দিতে চলেছে। ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নেওয়া জরুরী।
ধনু রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনি বন্ধুর সাহায্য লাভ করতে পারেনম যার ফলে সাফল্য লাভের সম্ভাবনা তৈরি হবে।
মকর রাশিঃ কোথাও ভ্রমণের ক্ষেত্রে আজ আপনার বিপদ হওয়ার সম্ভাবনা প্রবল। সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ রাশিঃ পুরনো কোনো মনোবাসনা আজ পূরণ হতে চলেছে। যার ফলে আনন্দ উপভোগ করতে পারবেন।
মীন রাশিঃ শারীরিক দিক দিয়ে আজকের দিনটি আপনার মোটেই শুভ নয়। গুহ্যপীড়ায় কষ্ট পেতে চলেছেন।