মাত্র ২৩ হাজার টাকায় কিনুন Bajaj Platina 100, এই দুর্দান্ত সুযোগ হাতছাড়া করবেন না

Advertisement

এবার মাত্র ২৩ হাজার টাকা দিয়ে আপনি বাড়ি নিয়ে যেতে পারেন ‘বাজাজ প্লাটিনা ১০০’। বর্তমান সময়ে এমন একাধিক অটোমোবাইল সংস্থা রয়েছে যারা কমদামে বেশি মাইলেজযুক্ত বাইক নিয়ে আসে গ্রাহকদের জন্য। যে তালিকায় সবার উপরেই রয়েছে ‘বাজাজ প্লাটিনা ১০০’।

Advertisements

কারণ, কমদামে ব্যাপক মাইলেজের কম্বিনেশন এই বাইক ছাড়া অন্য কিছু হতেই পারে না। বর্তমানে ‘বাজাজ প্লাটিনা ১০০’এর এক্সশোরুম মূল্য ৬৩,১৩০ টাকা, যা অন-রোডে ৭৬,৯৭৮ টাকা পর্যন্ত যায়। তবে আপনি চাইলে এটিকে মাত্র ২৩ হাজার টাকাতেই নিজের করে নিতে পারেন।

Advertisements

কীভাবে? আসুন তাহলে সেই সম্পর্কে জানা যাক। আসলে এই বাইকটির একটি সেকেন্ডহ্যান্ড মডেল উপলব্ধ রয়েছে। সেকেন্ডহ্যান্ড বাইক বিক্রয়কারী ওয়েবসাইট ‘ওএলএক্স’এ এটি পাওয়া যাবে। গাড়িটির কন্ডিশন ভীষণই ভালো রয়েছে। যেটি বর্তমানে একজন মালিকের অধীনে রয়েছে।

এটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ২৩ হাজার টাকা। এছাড়া লাগবে না কোনো অতিরিক্ত চার্জ। তাই আপনি যদি সেকেন্ডহ্যান্ড বাইক কেনার কথা ভেবে থাকেন তাহলে এই বাইকটি ভীষণই ভালো হতে চলেছে। তাই দেরী না করে এক্ষুনি ওয়েবসাইটে ভিজিট করুন।

Related Articles