সম্প্রতি প্রকাশ্যে এলো দেশে দ্রুততম ট্রেনের ট্রায়াল রানের ভিডিও! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন ‘বন্দে ভারত’ ট্রেন ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় চলা শুরু করেছে। তাহলে ট্রায়াল রানের ভিডিও কীভাবে এলো? না না আজ আমরা ‘বন্দে ভারত’ ট্রেনের কথা বলছি না। এমন একটি ট্রেনের কথা সম্প্রতি উঠে এসেছে যা ‘বন্দে ভারত’কেউ টেক্কা দেবে গতির দিক দিয়ে।
আজ যে ট্রেনের কথা বলা হচ্ছে সেটি হলো দিল্লী-মিরাট RRTS (Rapid Railway Transit System)। দিল্লী ও তার পার্শ্ববর্তী শহরগুলোকে যোগ করার জন্যই এই নতুন ট্রেন সিস্টেমের কথা ঘোষণা করা হয়েছে। সম্প্রতি তার ট্রায়াল রানের ভিডিও প্রকাশ্যে এসেছে। এই ট্রেন নির্মাণ করা হয়েছে ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL)এর অধীনে।
মোট 82.15 কিমি লম্বা এই ট্রেনের রুট। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ট্রেনের ট্রায়াল রানের ভিডিও। যেখানে দেখা যাচ্ছে 140 কিমি প্রতি ঘন্টায় চলছে এই ট্রেন। যার সর্বোচ্চ গতি রয়েছে 180 কিমি। তবে যাত্রীদের নিরাপত্তার জন্য সেটাকে 140 থেকে 160 কিমি বেগে চালানো হবে। ট্রেনের গড় গতিবেগ 100কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ ‘বন্দে ভারত’এর থেকে বেশি জোরে ছুটবে এই ট্রেন।
জানা গিয়েছে, এই সিস্টেমটিকে মাল্টি মোডাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা হবে। যার অর্থ হলো আরআরটিএস এর স্টেশন যেখানে থাকবে সেখানে মেট্রো, বাস, রেলস্টেশন ও এয়ারপোর্টের মতো জায়গাগুলিকে যুক্ত করা হবে। উল্লেখযোগ্য, 2019 সালের 8ই মার্চ এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুব শীঘ্রই হয়তো ভারতের মাটিতে চলবে এই ট্রেন।