নিউজদেশ

২০০ টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করছে Central Bank Of India, রইল আবেদন প্রক্রিয়া

চাকরির পরীক্ষার্থীদের জন্য দারুন সুযোগ কারণ সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে ব্যাংক। জানা যাচ্ছে চিপ ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ করা হবে জেনে নিন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য-

চিফ ম্যানেজার পদ-

শূন্যপদ-

৫০ এর মধ্যে তফশিলি বিভাগের সাতটি, তফশিলি জনজাতি বিভাগের তিনটি, ওবিসি বিভাগে ১৩, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভাগে ৫, এবং সাধারণ বিভাগে ২২ টি শূন্যপদ রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ভারত নেপাল এবং ভুটানের নাগরিকরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা ও শর্ত

1) ৩১ ডিসেম্বর’22 অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে
2) এছাড়াও যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে
3) সংশ্লিষ্ট বিভাগের ন্যূনতম ৭ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

সিনিয়র ম‍্যানেজর পদ-

শূন্যপদ-

200 এর মধ্যে তফশিলি বিভাগের ৩০টি, তফশিলি জনজাতি বিভাগের ১৫টি, ওবিসি বিভাগে ৫৪টি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বিভাগে ২০, এবং সাধারণ বিভাগে ৮১ টি শূন্যপদ রয়েছে

বয়সসীমা ও শর্ত

1) বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে
2) এছাড়াও যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে
3) সংশ্লিষ্ট বিভাগের ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।

নিয়োগ প্রক্রিয়া-

অনলাইনের মাধ্যমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পাস করা প্রার্থীদের মেধা তালিকা অনুযায়ী ইন্টারভিউয়ে ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারলে মেধা তালিকার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই পোস্ট গুলির জন্য আবেদন করতে চান তাহলে https://www. centralbankofindia.co.in/ এই ওয়েবসাইট থেকে রিক্রুটমেন্টে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে গিয়ে আবেদন করুন। প্রসঙ্গত আবেদন করার আগে প্রয়োজনীয় নথি স্ক্যান করতে হবে এছাড়াও আবেদন ফ্রি বাবদ ৮৫০ টাকা ও জিএসটির মূল্য জমা দিতে হবে।

আবেদন করার শেষ তারিখ ১১ই ফেব্রুয়ারি ২০২৩. সম্ভাব্য পরীক্ষা সময় মার্চ মাস। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়েবসাইট দেখে নিন https://www.centralbankofindia.co.in/।