এক চিমটে মধু দিয়েই ফিরবে ত্বকের প্রাণ, এভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক
শীতকাল মানেই রুক্ষতা ও শুষ্কতার মরশুম। আর্দ্রতার অভাবে যেমন চারদিক শুষ্ক হয়ে যায়, তেমনি এর প্রভাব পড়ে আমাদের ত্বকেও। যার ফলে শীতকালে ত্বকের একটু বেশি যত্ন নিতে হয় সকলকে। আজ আমরা শীতকালে ত্বকের যত্ন নেওয়ার এমন একটি উপাদান নিয়ে এসেছি যা একদিকে যেমন সহজলভ্য তেমনি ভীষণই উপকারী। সেই উপাদানটি হলো মধু।
মধুতে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ, যেটি মুখে ব্রণ ইত্যাদি হতে দেয় না। একইসাথে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টিইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা ত্বকের অনেক উপকার করে। শুধু তাই নয় এটি একটি প্রাকৃতিক ময়শ্চারাইজারও। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই মধু আপনি ত্বকে কীভাবে ব্যবহার করবেন।
মধু এবং অ্যালো ভেরা জেল: মধু ও অ্যালোভেরা জেল একসাথে মিশিয়ে মুখে মাসাজ করতে হবে। পাঁচ মিনিট মাসাজ করার পর সেটি ধুয়ে ফেলুন। এই দুটি উপাদান ব্যবহার করার ফলে ত্বকের আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি বলিরেখাও অনেক কমে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে ফল চোখে পড়বে।
দুধ এবং মধু: মধু ও দুধের মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে হবে। যার ফলে মৃত কোষ উঠে যাবে এবং ত্বক প্রাণোজ্জ্বল হয়ে উঠবে।
মধু এবং কলা: মধু ও কলার একটি মিশ্রণ বানিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ থেকে ২০ মিনিটের মতো। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনি বেশ ভালো ফল দেখতে পারবেন।