বিনোদন

দুধ সাদা পোশাকে লাস‍্যময়ী অনুষ্কা, সমুদ্র সৈকতে খালি গায়ে বৌয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটালেন বিরাট!

শ্যাম্পু কোম্পানির বিজ্ঞাপনে গিয়ে প্রথম আলাপ আর তারপর ইতালির তাসকানিতে বিলাসবহুল বিয়ে বিরুষ্কার কাহিনী যেন পুরোটাই রূপকথা। আর এখনো সেই প্রেম যেন চিরনতুন। এখন দুই থেকে তিন হয়েছেন তারা তবুও ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য সময় বের করে তা চুটিয়ে উপভোগ করতে ভোলেন না এই দম্পতি। অভিনেত্রী অনুষ্কা শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় বিরাট কোহলি অন্যতম আলোচিত এবং প্রিয় দম্পতি।

এবার এই লাভ বার্ডসের দেখা মিললো একত্রে। ব্যস্ততার ফাঁকেও নিজেদের জন্য সময় বের করে নিলেন তারা আর তারপরেই মেতে উঠলেন নিজেদের সঙ্গ উপভোগ করতে। ভারত ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। সম্প্রতি সিরিজের মাঝেই তাই এক টুকরো ছুটি বের করে নিয়েছেন বিরাট। আর ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার তারকা বিরাট কোহলিকে দেখা গেল ফুরফুরে মেজাজে।

এদিন তার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন বিরাট যেখানে একত্রে সময় উপভোগ করতে দেখা গেল তাদের। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের ফুরফুরে আবহাওয়ায় গাছের নিচে বসে ব্রেকফাস্ট সারছেন তারা। বিরাটের পরনে কেবল শর্টস আর অন্যদিকে সাদা আউটফিটে লাস‍্যময়ী অনুষ্কা। এদিন হাসিমুখে পোজ দিতে দেখা গেছে তাদের।

যদিও কেবল তারা দুজন নয় ছবিতে মেয়ে ভামিকার উপস্থিতিও টের পাওয়া গেছে। তবে প্রতিবারের মতো মেয়েকে সর্বসমক্ষে আনেননি তারা। ছবিটি সামনে আসতেই তা ভক্তদের মন জয় করে নিয়েছে। অনেকেই ভালোবাসা ও মুগ্ধতার ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন। প্রসঙ্গত শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে রান পাননি কোহলি। তবে তিনি যে ফর্মে রয়েছেন তা বোঝাই যাচ্ছে।