উষ্ণ শরীরের হিল্লোলে মঞ্চে আগুন লাগালেন ‘হটবম্ব’ স্বপ্না চৌধুরী, নিয়ন্ত্রণ হারালেন পুরুষ ভক্তরা
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম হল স্বপ্না চৌধুরী (Sapna Choudhary)। যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির খোঁজ রাখেন তারা স্বপ্নাকে চিনবেন। দুর্দান্ত নাচ ও শরীরী ভাজে সকলের নজর কেড়ে নেন স্বপ্না। ইতিমধ্যে দেশ জুড়ে বেশ জনপ্রিয় নাম হয়ে উঠেছেন তিনি। নাচের জন্য তাকে প্রায় সকলেই চেনেন।
হরিয়ানভি ভাষায় গান কিংবা সিনেমা বর্তমানে বলিউডকে ছাড়িয়ে যাবে। আর সেই সেই ইন্ডাস্ট্রির একজন নৃত্যশিল্পী হলেন স্বপ্না। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার ৫.৩ মিলিয়ন। বর্তমানে স্বপ্নার একটি নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রং-এর পাতলা সিনথেটিক সুতোর কাজ করা সালোয়ার কামিজে সুন্দর করে সেজে শরীরী ভাষা দিয়ে দুর্দান্ত কিছু নাচের স্টেপ দেখালেন স্বপ্না। স্বপ্নাকে প্রায় সময় এই পোশাকে দেখা যায়। পোশাক টাইট হওয়ার কারণে স্বপ্নার তার শরীরী ভাজে মাতলেন সকলে।
হরিয়ানভি গান ‘টুন্না টুন্না’ গানের অ্যালবামে অভিনয় করেছেন স্বপ্না। গানটি রুচিকা জাঙ্গিদ ও ওয়ে লক্ষয়-এর মিউজিক অ্যালবামের গান। এবার সেই গানেই ইনস্টাগ্রামে রিলস্ ভিডিও তৈরি করলেন স্বপ্না। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রচুর মানুষ ভিডিওটি দেখে প্রশংসা করেছেন।