স্বামীকে খুশি করতে রোজ রাতে এই কাজটি করেন রানি মুখার্জী, ‘Secret’ ফাঁস অভিনেত্রীর

Advertisement

অভিনেত্রী রানী মুখার্জী বলিউডের একজন স্বনামধন্য নায়িকা। ইতিমধ্যে নিজের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করে ফেলেছেন রানী। রাজা কি আয়েগি বারাত ছবি দিয়ে বলিউডে পা রাখলেও, রানী অভিনয় জীবন শুরু করেছিলেন বাংলা ছবি বিয়ের ফুল দিয়ে। এই ছবিতে রানী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন, সিনেমাটি বেশ হিট করেছিল বক্স অফিসে।

Advertisements

এরপর ১৯৯৮ সালে রানী অভিনয় করেন কুছ কুছ হোতা হ্যায় সিনেমায়, এই সিনেমাটি বলিউডের অন্যতম হিট ছবি তকমা পায়। তারপরে রাণীকে আর পিছনে ফিরে দেখতে হয়নি, এরপর একে একে ব্ল্যাক, আইয়া, হিচকি, মর্দানি এর মতো সিনেমায় অভিনয় করে নিজের ঝুলিতে সাতটি ফিল্মফেয়ার পুরস্কার তুলে নেন অভিনেত্রী রানী মুখার্জী। রানী নিজের অভিনয় দ্বারা বার বার প্রমাণ করেছেন তিনি একজন দক্ষ নায়িকা। ২০০০ সালে রানী হায়েস্ট পেইড অভিনেত্রীর তালিকায় উঠে আসেন।

Advertisements

২০১৪ সালে রানী সাত পাকে বাঁধা পড়েন যশ রাজ ফিল্মসের কর্ণধার যশ চোপড়ার সুযোগ্য জ্যেষ্ঠপুত্র আদিত্য চোপড়ার সাথে। বিয়ের পর ধীরে ধীরে অভিনয় থেকে সরে দাঁড়ান অভিনেত্রী, বিয়ের পর শুধুমাত্র স্বামী আদিত্য চোপড়ার প্রযোজিত সিনেমাতেই ধরা দিয়েছেন রানী। অভিনেত্রী রানী মুখার্জী একজন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপশি একজন দক্ষ গৃহিণী। আর পাঁচজন নায়িকার মতন রানী প্রতি সময়ে সেজেগুজে থাকতে পছন্দ করেন না। তিনি খুব সাদামাটাভাবে ঘরে আর পাঁচজন নারীর মতোই থাকতে ভালোবাসেন, তবে স্বামী আদিত্যর জন্য সাজসজ্জা করতে ভালোবাসেন রানী।

রাণীকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছে, তিনি একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন স্ত্রী, একজন মা তাই , তাকে সব সময় নিজের পরিবারের খেয়াল রাখতে লাগে। রানী বলেছিলেন, একজন স্বামী যখন কাজ থেকে ঘরে ক্লান্ত হয়ে ফেরে, তখন তার ক্লান্তি দূর করতে পারে একটি সুন্দর হাসি মুখ, যা অবশ্যই তার স্ত্রীর হবে। নিজের স্বামীর সামনে সব সময় একজন স্ত্রীর নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে লাগে, একই সাথে নিজের চারপাশ অর্থাৎ বাড়িটিকেও সাজিয়ে তুলতে হয়। রাণীর এহেন কথা শুনে বোঝাই যায় যে তিনি কতখানি সুগৃহিণী।

Related Articles