জাতীয় মঞ্চে বাংলার জয়জয়কার! বাঙালি কন্যা বিদীপ্তার কোকিল কণ্ঠে মুগ্ধ হলেন বলিস্টার রণবীর কাপুর
এবার একই মঞ্চে দেখা গেলো বলিউড অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) ও রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর প্রতিযোগী বিদীপ্তা চক্রবর্তীকে। এই রিয়েলিটি শোতে হাজির হয় দেশের নানান প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা৷ এবারের সিজনেও হাজির হয়েছেন অনেকে। তেমনই বাংলা থেকে বিদীপ্তা চক্রবর্তীকেও দেখা গিয়েছে। এবার বিদীপ্তা রিয়েলিটি শোতে রনবীর কাপুর অভিনীত ছবির গান গেয়ে মঞ্চ মাতালেন।
আর সেই গান শুনে মোহিত হয়ে গিয়েছেন রনবীর নিজেও। রিয়েলিটি শো-এর মঞ্চে প্রতি সপ্তাহে হাজির থাকেন নানান সেলিব্রিটি। তেমনই এবারের মঞ্চে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রনবীর কাপুর। রনবীর বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। তার পরিবারের সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত। তাই তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। গতবছর এপ্রিল মাসে আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রনবীর।
সম্প্রতি এক মেয়ের বাবা হয়েছেন তিনি। তাই বর্তমানে অভিনেতা সবসময় হাসিখুশি। সম্প্রতি একটি ক্লিপ ভাইরাল হয়েছে ইন্ডিয়ান আইডলের। সেই ক্লিপে দেখা গিয়েছে বিদীপ্তা শুরুতে রনবীরের প্রশংসা করেন। তিনি বলেন রনবীর বেশ কিউট ও হ্যান্ডসাম। এরপর বিদীপ্তা রনবীরকে প্রশ্ন করেন, তার পছন্দের হিরোইন কে? এই প্রশ্নের উত্তরে রনবীর মজা করেই বলেন, সেটা বললে বাড়িতে মার খেতে হবে।
তিনি জানান তার সঙ্গে অনুষ্কার খুব ভালো বন্ধুত্ব। রনবীরের সঙ্গে এদিন বিদীপ্তা ‘Show me the thumka’ গানে নাচ করতে দেখা যায়। এরপর বিদীপ্তা ‘আজাব প্রেম কি গাজাব কাহানি’-এর গান ‘তু জানে না’ গাইছেন। এছাড়া ‘তু না জানে আসপাস হ্যায় খুদা’ গানটিও গেয়েছেন তিনি। বিদীপ্তার গানে মুগ্ধ রনবীর। তিনি প্রশংসা করেন বিদীপ্তার গানের। এর পাশাপাশি বিচারকেরাও প্রশংসা করেছেন তার।