Red Beauti, সবুজ প্রকৃতির মাঝে প্রাণবন্ত নাচ ‘পান্তা ভাতের কুণ্ডু’ দীপান্বিতার, মুগ্ধ ভক্তরা
সম্প্রতি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী দীপান্বিতা কুন্ডুর একটি নাচের ভিডিও। নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিগত বহু বছর ধরে রিয়ালিটি শো’এর দুনিয়ায় রীতিমতো রাজত্ব করেছে ‘ডান্স বাংলা ডান্স’। প্রত্যেক সিজনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসেন প্রতিযোগীরা।
সেরকমই খুবই অল্প বয়সে ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন দীপান্বিতা। ওইটুকু বয়সে তার এক্সপ্রেশন এবং নাচের স্টেপ রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে। এমনকি তার নাচ দেখে মহাগুরু মিঠুন চক্রবর্তী তাকে ‘পান্তা ভাতে কুন্ডু’ নামে ডাকতেন। আর দীপান্বিতাও মহাগুরুকে ‘গরম ভাতে চক্রবর্তী’ বলে সম্বোধন করতেন।
সবমিলিয়ে তাদের খুনসুটি বেশ উপভোগ করতেন দর্শকেরা। কিছুদিন আগেই শুরু হয়েছে এই শো’য়ের আরো একটি সিজন। এখানেও প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছেন দীপান্বিতা। সময়ের সাথে তিনি যেমন বড়ো হয়েছেন তেমনি দক্ষতা বেড়েছে তার নাচের। অন্যদিকে নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই শিল্পীর। যেখানে মাঝেমধ্যেই নানান ভিডিও পোস্ট করেন।
সেরকমই কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। যেখানে দেখা গিয়েছে ‘মানিকে মাগে হিতে’, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো’ এবং ‘রাঙ্গামাটির দেশে যা’ এই তিনটে গান নিয়ে তৈরি একটি রিমেক গানের সাথে নেচেছেন তিনি। যেখানে তার নাচের স্টেপ এবং এক্সপ্রেশন দেখে ভীষণই খুশি হয়েছেন দর্শকেরা। তাইতো নিমেষে ভাইরাল সেই ভিডিও।