বিনোদন

শাড়ি-ব্লাউজ খুলে সাহসী পোশাকে এমন ছবি ‘খড়ি’র! উষ্ণতা ছড়িয়ে ভক্তদের ঘায়েল করলেন শোলাঙ্কি

ইচ্ছেনদী থেকে কাদম্বিনী কিংবা মন্টু পাইলট সিরিয়াল থেকে ওয়েবসিরিজ প্রতি ক্ষেত্রে নিজেকে নতুন করে চিনিয়েছেন শোলাঙ্কি। আর বর্তমানে তিনি এখন সবার প্রিয় খড়ি। ‘গাটছড়া’ ধারাবাহিকের হাত ধরেই এই মুহূর্তে সব সময় প্রায় চর্চায় থাকেন খড়ি, ওরফে শোলাঙ্কি রায়। এই মুহূর্তে গল্পে যদিও দেখা যাচ্ছে এক বছর আগে মৃত‍্যু হয়েছে খড়ির কিন্তু খড়ির মতোন দেখতে ইশা এন্ট্রি নিয়েছে নতুন রূপে।

ইশাই কি খড়ি! এই উত্তর জানতে মরিয়া দর্শকগণ। কিন্তু তার মাঝে ইশা বা খড়ি ধরা দিলেন নয়া অবতারে‌। নাহ চরিত্রের খাতিরে না সম্প্রতি তিনি শিরোনামে এসেছেন সাহসী ফটোশ‍্যুটের কারণে। ধারাবাহিকগুলিতে তাকে ঘরোয়া পাশের বাড়ির চরিত্রতেই দেখা গেছে। তবে বাস্তবে কিন্তু তিনি যথেষ্ট সাহসী। তার সাহসীকতার প্রমাণ মিলে তার পোশাকেই।

মাঝে মাঝেই তাকে দেখা যায় পশ্চিমী পোশাকে বোল্ড লুকে হাজির হতে। সোশ্যাল মিডিয়ার সক্রিয় এই অভিনেত্রী সেইসব ছবি শেয়ারও করে নেন অনুরাগীদের সাথে। এবারেও তার অন্যথা হলো না শীতের মাঝেই নিজের বোল্ড অবতারে উষ্ণতা ছড়ালেন। সম্প্রতি কালো রঙের ভেলভেটের অফ শোল্ডার ড্রেস পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

সঙ্গে ছিল মিনিমাম সাজ। হালকা গ্লসি লিপস্টিক, পনিটেল করে বাধা চুল, লম্বা ইয়াররিং এই আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়া শোলাঙ্কি। জানা গেছে তার এই ছবিটি তুলে দিয়েছেন সায়ন্তন দত্ত। শোলাঙ্কির এমন সাজ দেখে রীতিমত মুগ্ধ হয়ে গেছেন দর্শকরা। কমেন্ট বক্সে প্রশংসা ঝড় বয়েছেন অনুরাগীরা।