রাতারাতি লাখ টাকার স্বপ্নের বাড়ি ছেড়ে পালালেন ‘বাদাম কাকু’, কারণ জানলে চমকে যাবেন
রাতারাতি যেমন কুঁড়েঘর থেকে অট্টালিকায় পৌঁছে গিয়েছিলেন, সেই একই লহমায় যেন তাকে ফের আগে জীবনে ফিরে আসতে হয়েছে। যতটা সহজে তিনি জনপ্রিয়তা পেয়েছেন ততটা সহজে হারাতে হয়েছে সেটি। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কার কথা বলা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি ‘কাঁচা বাদাম’ খ্যাত সেই ভুবন বাদ্যকরের সম্পর্কে।
‘কাঁচা বাদাম’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। বীরভূমের দুবরাজ পুরের এই বাসিন্দা প্রথমদিকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাদাম বিক্রি করতেন। এরপর তার গানের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার সাথে সাথে প্রচুর অর্থের মালিক হয়েছেন তিনি। এরপর তৈরি করেছেন লাখ টাকা খরচ করে স্বপ্নের বাড়ি।
তবে ভাগ্যের পরিহাস এমনই যে, সেই বাড়িতে থাকতে পারেন না তিনি বরং নিজের পরিবার নিয়ে থাকতে হচ্ছে একটি ভাড়া বাড়িতে। এর নেপথ্যে কী কারণ রয়েছে সেই সম্পর্কে জানিয়েছে তার পরিবার। আসলে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার সাথে সাথেই চাঁদা জুলুম শুরু হয়েছে। বিভিন্ন অজুহাত দিয়ে নাকি তার কাছে টাকা চাওয়া হতো। আর সেটি না দিলে তার উপর চলতো বিভিন্ন ভয় দেখানো এবং শাসানি।
এমনকি মোবাইল কেড়ে নিয়েও চলে যেতো তারা। এই পরিস্থিতিতে সপরিবারে তারা পালিয়ে যেতে বাধ্য হন। গত পাঁচ মাস ধরে দুবরাজপুরের একটি ভাড়া বাড়িতে বসবাস করছেন তিনি ও তার পরিবার। আর সেই বাড়ির ভাড়া নাকি ২৭০০ টাকা। পরিস্থিতি এমনই যে কপিরাইট ইস্যুর কারণে গান গাইতে পারছেন না। সবমিলিয়ে খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে ভুবনবাবুর।