ঠোঁট কামড়ে বড় চোখে তাকিয়ে থাকা এই মিষ্টি মেয়েটি বর্তমানে টলিউডের সুপারস্টার, চিনতে পারছেন ইনি কে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সাদাকালো এই ছবিতে দেখা যাচ্ছে একটি মেয়েকে। কপালের উপর এসে পড়েছে চুল, ঠোঁট কামড়ে বড় চোখ করে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। চোখ ভরা দুষ্টুমি নিয়ে ক্যামেরার লেন্সের দিকে তার চোখ যেনো তাকে আরও মিষ্টি লাগছে দেখতে। বর্তমানে এই পুঁচকে একজন জনপ্রিয় গায়িকা। আট থেকে আশি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
তবে তিনি কে চিনতে পারলেন? তার বাবা ছিলেন একজন জনপ্রিয় অভিনেতা। অভিনেতা হিসেবে জয় করেছিলেন জাতীয় পুরষ্কার। তবে অভিনয়ের পাশাপাশি তার গানের দিকেও আগ্রহ ছিল। তবে মেয়ে আর অভিনয়ের দিকে পা বাড়াননি। গানের জগতকে বানিয়ে নিয়েছেন নিজের জগত। তার বাবা ও মা দু’জনেই গান গাইতেন।
তাদের কাছে থেকে গানের হাতেখড়ি হয় তার। তার বাবা চাইতেন মেয়ে আরেকটু গান চর্চা করুক। সেখান থেকেই ছোট্ট মেয়েটির গানের জগতে আলাপ।ছবির ছোট্ট মেয়েটি হলেন জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee)। গানের জগতে তিনি যে জনপ্রিয় নাম তা আর বলে দিতে হয় না। গানের জগতে নানান ভাবে সুরের যাদুতে সকলের কানে কানে পৌঁছে গিয়েছেন তিনি।
বর্তমানে তার জনপ্রিয়তা গগনচুম্বী। জোজো এই ছবিটি নিজেই সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন। এরপর লিখেছিলেন , “দেখো কেউ চিনতে পারো কিনা?” তবে সেই ছবির কমেন্ট বক্সে জোজোর বন্ধুরা লিখেছিলেন, চোখ দু’টো তাকানোর ভঙ্গিটা একরকম আছে। ভাইরাল হয়ে যায় ছবিটি।