80 কোটির বাংলো রয়েছে দামি গাড়ি! বিরুষ্কার সম্পত্তির পরিমাণে ভিরমি খাবেন আপনিও

Advertisement

বলিউড এবং ভারতীয় ক্রিকেটের মধ্যে সম্পর্কের কথা আমাদের সকলের জানা। বলিউডের একাধিক তারকারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট জগতের তারকাদের সাথে। যে তালিকায় অন্যতম নাম বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। তাদের জুটি বরাবরই প্রিয় অনুরাগীদের। কারণ একে অপরকে রীতিমতো চোখে হারান তারা। কখনো দেখা যায় খেলা দেখতে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন অনুষ্কা।

Advertisements

আবার কখনো দেখা যায় স্ত্রী’র উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিচ্ছেন বিরাট। সবমিলিয়ে বেশ আনন্দে মেতে রয়েছেন তারা। এতো গেলো তাদের সম্পর্কের দিক। আজ আমরা জানবো তাদের সম্পত্তির পরিমাণ। সম্পত্তির দিক দিয়ে তাদের জুটি রয়েছে প্রথম সারিতেই। জানা গিয়েছে, মোট ১,৩০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের। যার মধ্যে রয়েছে নামীদামী গাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট।

Advertisements

বিয়ের পর মুম্বাইয়ে সমুদ্রসৈকতের সামনে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তারা, যার দাম প্রায় ৩৪ কোটি টাকা। মুম্বাইয়ের ভারসোভা এলাকায় ১০ কোটি টাকার একটি আবাসন কিনেছেন অভিনেত্রী। আলীবাগে রয়েছে বিলাসবহুল ফার্মহাউস, যার দাম ২০ কোটি টাকা। এছাড়াও গুরুগ্রামে একটি ৮০ কোটি টাকার বাংলো কিনেছেন। পাশাপাশি গ্যারেজে রয়েছে নামীদামী গাড়ি।

আছে ৪ কোটি টাকার ল্যান্ডরোভার l রয়েছে রেঞ্জরোভার ভক মডেলের একটি গাড়ি যার আনুমানিক মূল্য ২- ৪ কোটি টাকা। ৩ কোটি ৪২ লক্ষ মূল্যের বেন্টলি ফ্লাইং স্পার মডেলের গাড়ি। বিএমডব্লিউ সাত সিরিজ মডেলেরও একটি গাড়ি রয়েছে তাদের। যার দাম প্রায় ১.৫ কোটি টাকার কাছাকাছি। সাথে আছে অডি ব্র্যান্ডের কিউ ৮ মডেলের গাড়ি। এই গাড়ির বাজার মূল্য ১ কোটি ৭ লক্ষ থেকে ১ কোটি ৪৩ লক্ষ টাকা পর্যন্ত।

Related Articles