বিনোদনভাইরাল ভিডিও

৬০ পেরিয়েও দুধর্ষ এনার্জিতে পরিপূর্ন দেবশ্রী, অভিনেত্রীর নাচ দেখে ফিদা সকলে

৬১ বছর বয়সেও দুর্দান্ত নেচে সকলকে চমকে দিলেন অভিনেত্রী দেবশ্রী রায়! এই বয়সে এসেও তার নাচের স্টেপ রীতিমতো হার মানাতে পারে কমবয়সী যুবতীদের। সম্প্রতি সেই দৃশ্যই উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’, সেখানেই হাজির হয়েছিলেন তিনি। প্রতিযোগীদের সাথে নাচে মেতে উঠেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে জি বাংলার অফিসিয়াল পেজ থেকে। টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো হলো ‘ড্যান্স বাংলা ড্যান্স’। বহু বছর বাদে এই শো’এর মাধ্যমে ছোটপর্দায় ফিরেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একইসাথে সেখানে রয়েছেন সকলের প্রিয় পান্তাভাতের কুন্ডু অর্থাৎ দীপান্বিতা। সবমিলিয়ে জমজমাট হয়ে উঠেছে এই শো।

যেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন দেবশ্রী। এদিন ‘বাজলো যে ঘুঙরু’ গানে নাচতে দেখা যায় দীপান্বিতা এবং দেবশ্রীকে। তাদের একসাথের এই নাচ ভীষণই উপভোগ করেছেন উপস্থিত সকলে। এছাড়া এদিন সেখানে উপস্থিত ছিলেন মৌনি রায়, শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জী। অন্যদিকে মিঠুন এবং দেবশ্রী অভিনীত ‘ত্রয়ী’ সিনেমার ‘জানা-অজানা’ গানে নাচতে দেখা যায় তাদের।

এই বয়সে এসেও দেবশ্রীর নির্ভুল নাচের স্টেপ চমকে দিয়েছে সকলকে। এমনকি নাচের সময় তার এনার্জিও চোখে পড়ার মতো। সকলের মুখে একটাই কথা বয়স শুধুই সংখ্যামাত্র। উল্লেখযোগ্য, তার মা আরতি রায় একজন বিখ্যাত নৃত্যশিল্পী। মা এবং বড়ো বোন পূর্ণিমা রায়ের থেকে ছোটবেলায় নাচ শিখেছেন তিনি। জানিয়েছেন অভিনেত্রী না হলে তিনি একজন নৃত্যশিল্পী হতেন।