কমলা ফ্রকে দিদাকে জড়িয়ে থাকা ক্ষুদেকে চিনতে পারছেন? বর্তমানে টলিপাড়া কাঁপাচ্ছেন এই অভিনেত্রী

মাঝেমধ্যেই তারকারা তাদের ছেলেবেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্মৃতি রোমন্থন করেন। ইতিমধ্যেই আমরা একাধিক তারকাদের দেখেছি ছোটবেলার ছবি পোস্ট করে জিজ্ঞেস করতে তাদের চিনতে পারা যাচ্ছে কিনা। সম্প্রতি সেরকমই এবার এক অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে পরনে কমলা ফ্রক, একমুখ হাসি নিয়ে দিদাকে জড়িয়ে বসে রয়েছে এক ক্ষুদে।
যিনি বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী। ইতিমধ্যেই ধারাবাহিক, সিনেমা-সহ ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন তিনি। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে নাটোকও। বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে ধরা দেন এই অভিনেত্রী। হয়তো অনেকেই চিনতে পেরেছেন, আবার কেউ কেউ চিনতে পারেননি। বলে রাখা ভালো তিনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়।
ইতিবাচক হোক বা নেতিবাচক উভয় চরিত্রে তাকে দেখা গিয়েছে। যার দ্বারা ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আর সম্প্রতি এবার তিনি ফিরে গেলেন ছেলেবেলার স্মৃতিতে। দিদাকে জড়িয়ে ধরে বসে থাকা সেই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ছোটবেলার সোনালী দিনগুলো।’ যা দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
কেউ যেমন লিখেছেন, ‘হাসিটা একই আছে।’ আবার কেউ লিখেছেন, ‘কত টুকরো টুকরো স্মৃতি জড়িয়ে আছে। মনে পড়লে চোখ ঝাপসা হয়ে যায়’। উল্লেখযোগ্য, আপাতত কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন তিনি। আসলে ছেলে হওয়ার পর কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন। কারণ, ছেলের বড়প হওয়ার কোনো মুহূর্তকেই তিনি হারাতে চান না। ছেলেকে ভরপুর সময় দিতে চান স্নেহা।