ছোট পর্দা অতীত, এবার নতুন অবতারে বড় পর্দা কাঁপাতে আসছে ‘ভুতু’ খ্যাত আর্শিয়া
একসময় টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হত ‘ভূতু’ ধারাবাহিক। এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল একটি ছোট্ট মেয়েকে। মাথা ভর্তি কোঁকড়া চুলের ছোট্ট মেয়েটির প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিল সকলে। তিনি হলেন আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukhopaddhay)। ধারাবাহিকে সে ভূতের চরিত্রে অভিনয় করলেও তাকে দেখে ভয় পাওয়া তো দূর সকলেই আদর করতে চাইতেন। এত সুন্দর পুতুলের মতন মেয়েটিকে সকলেই ভালোবাসতেন। তবে ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও জনপ্রিয়তা কমেনি।
এরপর হিন্দিতেও ধারাবাহিকটি সম্প্রচারিত হয় এবং প্রধান চরিত্রে দেখা যায় আর্শিয়া মুখোপাধ্যায়কে। এরপর তার অভিনয় জীবন আর থেমে থাকেনি। দ্রুত গতিতে এগিয়ে গিয়েছে পেশাদার জীবন। কিন্তু আর্শিয়া নিজেকে পর্দা থেকে সরিয়ে এনেছেন। এত জনপ্রিয়তা থাকলেও পর্দা থেকে সরে এসেছেন। তবে তাকে পর্দায় দেখতে চাইতেন সকলেই। আবার সেই ছোট্ট মেয়েটি পর্দায় ফিরুক এই কামনা করতেন সকলে।
তবে আর্শিয়ার পড়াশোনার চাপ ধীরে ধীরে বাড়ছে। সে জি ডি বিড়লার সপ্তম শ্রেণীর ছাত্রী। আর তাই অভিনয় থেকে দূরে সরে গিয়েছে সে। তবে দর্শক চান আর্শিয়া পর্দায় ফিরুক। এবার সেই আশা যেনো পূর্ণ হল। সম্প্রতি অভিনেত্রীর মা জানিয়েছেন, ‘রক্তরহস্য’-এর পরিচালক সৌকর্য্য ঘোষালের নতুন ছবিতে জয়া আহসানের ছোটোবেলার চরিত্র অভিনয় করবে আর্শিয়া।
আর্শিয়া ও তার মা কেউই চান না পড়াশোনার ক্ষতি করে করতে। আর্শিয়া শিশু চরিত্রে অভিনয় করতে চান না। তিনি চান কোনো গুরুত্বপূর্ণ চরিত্রের অংশ হতে যার ফলে তার জনপ্রিয়তা আরও বাড়ে ও মানুষ তাকে আরও বেশি করে চেনে। তবে সম্প্রতি বাংলা ছবিতে তার অভিনয় করার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ।