জানেন কি মহিলাদের কোথায় আঙুল দিলে জল বেরিয়ে আসে? ৯৯% মানুষ জানে না

Advertisement

বর্তমানে দেশ জুড়ে চাকরির যত জায়গা খালি থাক, তার থেকে বেশ কয়েকগুণ বেশি রয়েছে চাকরি প্রার্থী। আর তাই এই পথে প্রতিযোগিতা নেহাত কম নয়। এই কারণে ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হচ্ছে চাকরির পরীক্ষা। আসছে বিভ্রান্তিকর প্রশ্ন যার উত্তর খুঁজতে গিয়ে নাজেহাল হচ্ছে চাকরি প্রার্থীরা। আর আজকের প্রতিবেদনে থাকবে এমনই কিছু বিভ্রান্তিকর প্রশ্ন ও তার সহজ উত্তর।

Advertisements

বিভিন্ন চাকরির পরীক্ষার পদ্ধতি বিভিন্ন রকম। আর তার মধ্যে কিছু চাকরির পরীক্ষায় ইন্টারভিউ নামক একটি অধ্যায় পার করতে হয়। আর সেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় এমন কিছু প্রশ্ন যার উত্তর সহজ হলেও তা চট করে মাথায় আসে না। নীচে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর দেওয়া হল।

Advertisements

১. কে নিজে খায় না কিন্তু মুখে অন্যকে খাওয়ায়?
উত্তর – চামচ।
২. ভারতে মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর – দেরাদুন।
৩. কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের উৎপত্তি হয়েছে?
উত্তর – অন্ধ্রপ্রদেশ।
৪. ভারতবও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন?
উত্তর – র‍্যাডক্লিফ লাইন।
৫. বিয়ের পর ছেলেদের কী বেড়ে যায়?
উত্তর – দায়িত্ব।
৬. রাজধানী দিল্লির বিমানবন্দরের নাম কী?
উত্তর – ইন্দিরা গান্ধী বিমানবন্দর।
৭. ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর – গুজরাটের জামনগর।
৮. ভারতের প্রধান দ্রাঘিমা রেখার মান কত?
উত্তর – ৮২°৩০’ পূর্ব।
৯. কে আপনার সবসময় সামনে থাকে, পিছনে যায় না?
উত্তর – ভবিষ্যত।
১০. কোন জিনিস ছেলেদের শক্ত কিন্তু মেয়েদের নরম?
উত্তর – মন।
১১. স্ত্রীর সবকিছু নিলেও স্বামী তার একটি জিনিস নেয় না, সেটি কী?
উত্তর – পদবি।
১২. ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি?
উত্তর – মুম্বাই।
১৩. ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর – হরিয়ানার গুরগাঁও।
১৪. নারীদের কোন অঙ্গে আঙুল দিলে জল বেরিয়ে আসে?
উত্তর – চোখ।
১৫. পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয়?
উত্তর – বর্ধমান।

Related Articles