আইল্যান্ডের ব্লু লেগুনে অঙ্কুশ-ঐন্দ্রিলা, বিলাসবহুল এই স্পা-রিসর্টের এক রাতের খরচ জানলে ভিরমি খাবেন

Advertisement

টলি পাড়ার জনপ্রিয় জুটি হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। বহুদিন ধরে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন এবং প্রকাশ্যে নিজেদের সঙ্গীকে নিয়ে অবিরাম পোস্ট করে চলেন তারা। তাদের সম্পর্কে কোনো লুকোচুরি নেই। মাঝেমধ্যে এই জুটি ঘুরতে বেরিয়ে পড়েন নানান জায়গায়। আর সেই ছবিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তারা। সম্প্রতি তাদের দেখা গিয়েছে আইল্যান্ডের ব্লু লেগুনে। আইল্যান্ডের ব্লু লেগুন থেকে একাধিক ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তারা।

Advertisements

যেখানে দেখা গিয়েছে নীল জলে গা ভাসিয়ে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তারা। আইল্যান্ডের ব্লু লেগুন তৈরি করা হয়েছে আইল্যান্ডের গ্রিন্ডাভিক শহরের একটি স্বার্টসেঙ্গি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে উপচে পড়া জল দিয়ে। এই জায়গায় প্রবেশ করার জন্য রয়েছে নানান রকম প্যাকেজ যা মধ্যবিত্তদের বাইরে। এখানে প্যাকেজ শুরু হয়েছে ৭৬৬৪ টাকা থেকে। ৯ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকারও প্যাকেজ রয়েছে। এছাড়া ২ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে এই প্যাকেজ।

Advertisements

যারা আইল্যান্ডে ঘুরতে আসেন তারা ব্লু লেগুন মিস করেন না। তেমনই অঙ্কুশ ও ঐন্দ্রিলা মিস করেননি। ঐন্দ্রিলা নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে লিখেছেন, “স্বপ্ন”। ঐন্দ্রিলাকে ছবিতে দেখা গিয়েছে পাহাড়ে ঘেরা জায়গায় নীল জলরাশির মাঝে তাকে। এখানে জলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু অনেকেই দেখে ঠান্ডা জল ভেবে ভুল করেন। অঙ্কুশ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের অনেকদিন থেকেই এই জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল।

অঙ্কুশের কথায়, জায়গাটি এতটাই সুন্দর দেখে মনে হয় যেনো গ্রাফিক্সের ব্যবহার করে জায়গাটি সুন্দর করা হয়েছে। তারা ১৬ দিনের জন্য বেড়াতে গিয়েছিলেন বলে জানান তিনি। তিনি আরও জানান, আইল্যান্ডের বাসিন্দারা বলিউড অভিনেতা শাহরুখ খানের ফ্যান। তাদের মুখে শাহরুখের নাম শোনা যায়। আইল্যান্ড থেকে এরপর গ্রীসের দিকে পাড়ি দেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৫শে মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সৌমিক হালদারের নতুন ছবি ‘বিবাহ অভিযান’। এই ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

Related Articles