4G পরিষেবার দিন শেষ! এবার সারা দেশে চালু হতে চলেছে 5G পরিষেবা

ইতিমধ্যে দেশের বড় বড় শহরে শুরু হয়ে গিয়েছে 5G পরিষেবা। ধীরে ধীরে এটি গোটা দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়বে। আর এর মধ্যে দিয়ে আরও দ্রুত হবে ইন্টারনেট ব্যবস্থা। আরও দ্রুত কোনোকিছু সম্পর্কে আপডেট পাওয়া যাবে। ইন্টারনেটের কাজকর্ম আরও কম সময়ে করা যাবে। কিন্তু এরমধ্যে আরেক চিন্তা শুরু হয়েছে সকলের। 5G আসলে 4G ফোনগুলির কি হবে।
এই প্রশ্নের উত্তর পেতে গেলে একটু অতীতে ফিরে যেতে হবে। যখন বাজারে প্রথম 4G ব্যবস্থা চালু হয়েছিল সেইসময় 3G ও 2G ফোনগুলির কী হয়েছিল? 5G আসলেও এখনও 2G ও 3G ফোনগুলি চলছে। এখনও বেশ কিছু স্মার্টফোনে 3G পরিষেবা মিলছে। তবে বর্তমানে বাজারে 4G নেটওয়ার্ক সহ মোবাইলের রমরমা বেশি।
একইভাবে বর্তমানে ফের এসেছে 5G পরিষেবা। কিন্তু তাতে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্তে আপনার মোবাইলে পাবেন 4G পরিষেবা। 5G ইন্টারনেট যারা ব্যবহার করেন তাদের অনেকেই বলছেন খুব দ্রুত ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি আপনার ফোনে 4G নেটওয়ার্ক ব্যবহার করেন তাতে ১.৫ জিবি ডেটায় গোটা দিন চলে যায়।
কিন্তু একই ডেটা 5G পরিষেবায় মাত্র এক থেকে দুই ঘন্টা চলে। 5G আসলেও এখনও অনেকে তাদের ফোনে 4G নেটওয়ার্ক করে রাখছেন। অর্থাৎ 5G বেশ খরচসাপেক্ষ হওয়ায় অনেকেই তাদের ফোনে 5G ইন্টারনেট পরিষেবা পেলেও 4G পরিষেবা উপভোগ করছেন। তবে মনে রাখতে হবে, 4G নেটওয়ার্ক 5G নেটওয়ার্ক যুক্ত স্মার্টফোনে ব্যবহার করা গেলেও 4G নেটওয়ার্ক ফোনে 5G ব্যবহার করা যাবে না।